শ্রীলঙ্কাকে ডুবিয়ে এখন ‘রাজাপাকসে ব্রাদার্স’ ভাসছেন জলে!
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে (ডানে) ও তাঁর বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
গণবিক্ষোভে বিপর্যস্ত হতে যাচ্ছে তাঁর প্রাসাদ—এমন খবর পেয়ে গত শনিবার আগেভাগেই সরে পড়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তারপর যা ঘটার তাই ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্ট ভবন নিজেদের দখলে নিয়েছেন।
সেখানে বিক্ষোভকারীরা সুইমিংপুলে গোসল করেছেন, প্রেসিডেন্টের সোফায় বসে আয়েশ করেছেন, রান্নাঘরে খাবার রান্না করে খাচ্ছেন, প্রেসিডেন্টের বিছানায় ঘুমাচ্ছেন। আরও কত কী ঘটাচ্ছেন তাঁরা।
সেইসঙ্গে বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা না ছাড়লে তাঁরাও প্রেসিডেন্ট ভবন ছাড়বেন না।
শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার অবশ্য জানিয়েছেন, আগামী ১৩ জুলাই (বুধবার) পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
এদিকে, আজ সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হামলার পর প্রেসিডেন্ট আগামী ১৩ জুলাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে, তিনি বুধবার পদত্যাগ করবেন। তবে, রাজাপাকসের কাছ থেকে সরাসরি কোনো কথা আসেনি।
গত শনিবার প্রেসিডেন্ট ভবন ছাড়া গোটাবায়া রাজাপাকসেকে নিজে সরাসরি কিছু বলেননি, তাঁকে আর জনসম্মুখেও দেখা যায়নি। তিনি আসলে কোথায় আছেন, সে অবস্থানও এখনও পরিষ্কার নয়।
এখন প্রশ্ন, বিক্ষোভকারীরা রাজপ্রাসাদে, তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কোথায় আছেন? বিবিসির প্রতিবেদনে সে প্রশ্নের খানিকটা উত্তর পাওয়া গেছে।
লঙ্কান সামরিক বাহিনীর একটি সূত্র কেবল এইটুকু জানিয়েছে, গোটাবায়া এখন নৌবাহিনীর জাহাজে আছেন এবং তিনি শ্রীলঙ্কার জলসীমাতেই আছেন।
এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী ও গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেও বিক্ষোভের মুখে নৌবাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছিলেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন, সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়।
শ্রীলঙ্কার অর্থনীতিকে জলে ডুবিয়ে রাজাপাকসে পরিবারই এখন ভাসছে জলে। সেইসঙ্গে ভয়ংকর অনিশ্চিয়তায় ভাসছে শ্রীলঙ্কার ভবিষ্যত।
Tag: English News lid news others world

No comments: