Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইংল্যান্ডকে ৫০ রানে হারাল ভারত




ছবি- ক্রিকইনফো তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে ভারত। রোজ বোলে ভারতের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে থামে ইংলিশরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিদায় নেন অধিনায়ক জস বাটলার। ভুবনেশ্বর কুমারের করা ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দাউইদ মালান ২১ রান করে বিদায় নেন পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে। লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২১ রান করে বিদায় নেন পান্ডিয়ার বলেই। এরপর জেসন রয়কেও (৪) ফেরান পান্ডিয়া। টপ-অর্ডারের ভাঙনের পর হ্যারি ব্রুক ও মঈন আলী কিছুটা আশা জাগালেও সেটি টিকেনি বেশিক্ষণ। ব্রুক ২৮ রান করে ফেরেন যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ দিয়ে। মঈনকে ৩৬ (২০) রানে ফেরান চাহাল। শেষ দিকে ক্রিস জর্ডান ২৬ রান করলেও ব্যাটারদের ব্যর্থতায় হার দিয়ে শুরু করতে হয়েছে সিরিজ। ভারতের পক্ষে ৪ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২টি করে নেন অর্শদীপ সিং ও চাহাল। ১ উইকেট করে নেন ভুবনেশ্বর কুমার ও হার্শাল প্যাটেল। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৮ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ৩৯ রান করেন সূর্যকুমার যাদব, ৩৩ রান করেন দীপক হুডা, ২৪ রান করেন রোহিত শর্মা ও ১৭ রান করেন আক্সার প্যাটেল। ইংলিশদের পক্ষে ২টি করে উইকেট নেন মঈন আলী ও ক্রিস জর্ডান। ১ উইকেট করে নেন রিচি টপলে, টায়মাল মিলস ও ম্যাট পার্কিনসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply