শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব না : এসিসি
ফাইল ছবি
এশিয়া কাপ আয়োজনে হাল ছেড়ে দিল শ্রীলঙ্কা। ছয়টি দল নিয়ে আগামী ২৬ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ আয়োজনে ঝুঁকি নিতে চাচ্ছে না বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করে এসএলসি সচিব মোহন ডি সিলভা আগেই জানান, এশিয়া কাপের এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।
তবে শেষ পর্যন্ত এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো কিছু নিশ্চিত করে জানায়নি এসিসি। তবে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এশিয়া ক্রিকেট কাউন্সিলের এক কর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আরব আমিরাত এশিয়া কাপের ভেন্যু হিসেবে এখনও চূড়ান্ত বিকল্প নয়। ভারত বা অন্য কোনো দেশও হতে পারে এবারের আসরের ভেন্যু। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ক্রিকেট যদি আরব আমিরাতে আয়োজন করতে পারে তাহলে আরব আমিরাতে হবে এশিয়া কাপ। সেটি না হলে অন্য কোনও দেশে হবে এবারের আসর।’
Tag: English News games world

No comments: