Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কলম্বোতে বিক্ষোভ দমনে পুলিশি অভিযান




কলম্বোতে বিক্ষোভ দমনে পুলিশি অভিযান নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেয়ার পরই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিক্ষোভ দমনে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কলম্বোতে বিক্ষোভ দমনে পুলিশি অভিযান বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে প্রেসিডেন্ট কার্যালয়ের সাম

নে অবস্থানরত বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। গুঁড়িয়ে দেয়া হয় তাদের তাঁবু। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকেই কলম্বোর রাস্তায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। কয়েকশ’ পুলিশ মোতায়েনসহ প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরেও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। চরম অর্থনৈতিক সংকট ও সরকারবিরোধী আন্দোলনের মুখে বৃহস্পতিবার (২১ জুলাই) শপথ নিয়েছেন দেশটির ছয়বারের প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে। দেশটির পার্লামেন্ট ভবনে প্রধান বিচারপতি জয়ন্থ জয়সুরিয়ার কাছে শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বুধবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। নতুন নেতা নির্বাচিত করতে একে একে ভোট দেন পার্লামেন্টের ২১৯ আইনপ্রণেতা। এ ছাড়া অনুপস্থিত ছিলেন দুজন। বাতিল হয় আরও চারটি ভোট। আরও পড়ুন: রনিলের শপথগ্রহণ, চলে গেল বিদ্যুৎ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার পক্ষে ভোট পড়ে ১৩৪টি। অপরদিকে প্রধান বিরোধী দল সমর্থিত প্রার্থী দুলাস আলাহাপেরুমা পান ৮২ ভোট। এছাড়াও তৃতীয় প্রার্থী অনুঢ়া দেশনায়েকে পান মাত্র তিন ভোট। নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে বক্তব্য দেন রনিল। তিনি বলেন, শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে। সংকট সমাধানে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল। এর আগে ছয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply