SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » 'ইয়েস বস' নিয়ে ‌ইমোশনাল জুহি চাওলা
'ইয়েস বস' নিয়ে ‌ইমোশনাল জুহি চাওলা একজন মধ্যবিত্ত আয়ের মানুষ রাহুল, যে তার চাকরিতে বাড়তি আয়ের জন্য অফিস প্রধানের সাথে মেয়েদের পরকীয়া সম্পর্ক চালাতে সাহায্য করেন। রাহুলের বস সিদ্ধার্থ একজন লোভী ব্যক্তি যে এক ধনী মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন কেবল মেয়েটির বিশাল সম্পত্তির জন্য। অন্যদিকে সীমা এক উচ্চাকাঙ্ক্ষী তরুণী ও উঠতি মডেল। এমনই একটি ছবির পটভূমি নিয়ে ২৫ বছর আগে মুক্তি পায় ‘ইয়েস বস’। ছবিতে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শাহরুখ খান ও জুহি চাওলা। সিনেমায় তাদের অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। আজ সিনেমাটির সিলভার জুবলি উপলক্ষে শুটিং এর নানা মুহূর্ত ও ছবির বিভিন্ন দৃশ্য একত্রিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিড‌িও শেয়ার করেছেন জুহি। ২৫ বছর আগের স্মৃতি আজও জ্বলজ্বল করছে অভিনেত্রীর মনে। যার সবটাই ফুটে উঠেছে তার এই পোস্ট আর ক্যাপশনে।

ক্যাপশনে জুহি লিখেছেন, ‘সেই সময় আমরা বুঝিনি যে স্মৃতি তৈরি করছি। জানতাম মজা করে কাজটা করছি। ‘ইয়েস বস’-এর টিমকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। শাহরুখ, আদিত্য, জনিভাই, কোরিওগ্রাফার সারোজজি, সঙ্গীত পরিচালক যতীন-ললিত, গায়ক-গায়িকা আলকাজি, কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎ ও গীতিকার জাভেদ আখতারজি… এত সুন্দর একটি ছবি তৈরি করার জন্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আজও হাজার-হাজার মানুষ ছবিটি দেখেন। এত সুন্দর স্মৃতি তৈরি করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’ এদিকে, পোস্টটি করতেই কমেন্টবক্স ভরে যায় জুহির ভক্ত ও অনুরাগীদের অসংখ্য কমেন্টে। যেখানে শাহরুখ ও জুহির প্রতি ভক্তদের শ্রদ্ধা-ভালোবাসার চিত্র স্পষ্ট ফুটে উঠেছে। সূত্র: আনন্দবাজার


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply