Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অস্ট্রেলিয়ায় ওয়ানডে খেলবে না প্রোটিয়ারা, বিশ্বকাপে জায়গা অনিশ্চিত




ক্রিকেটকে পুরোপুরি বাণিজ্যিক করার পথে আরও এক পা বাড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিচ্ছে তারা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে খেলবে না তারা। সুপার লিগ না খেললে তিন ম্যাচের পয়েন্ট কাটা হবে প্রোটিয়াদের। পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হবে অজিদের। তাতেও সম্মত সিএসএ। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ডটি। ওয়ানডে সুপার লিগে ১৩ দলের মধ্যে ১১ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ১৩ ম্যাচ খেলে মাত্র চারটিতে জয় পেয়েছে তারা। সাতটিতে হেরেছে। দুই ম্যাচে ফল না হওয়ায় নয় পয়েন্ট পেয়ে তাদের মোট পয়েন্ট ৪৯। অস্ট্রেলিয়া সফর থেকে ৩০ পয়েন্ট হারানোয় দলটির সরাসরি ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সিএসএ বিবৃতি দিয়ে জানিয়েছে, বোর্ড সবসময় দ্বিপাক্ষিক সিরিজের প্রতিশ্রুতিকে সম্মান করে। একই সঙ্গে ভবিষ্যত ট্যুর প্রোগ্রামকেও সম্মান করে। কিন্তু মাঝে মধ্যে কিছু অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। তার প্রেক্ষিতে সিএসএ’র পক্ষ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) চারটি বিকল্প সূচির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সিএ কোনটিই গ্রহণ করেনি। ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করলেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিএ বিবৃতি দিয়ে জানিয়েছে, জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ খেলতে আসছে না। এটা তাদের জন্য হতাশার। তবে প্রোটিয়াদের বিপক্ষে বক্সিং ডে এবং নিউ ইয়ারে টেস্ট আয়োজন করতে পারায় বোর্ড উচ্ছ্বসিত। সিএ স্বীকার করেছে, দক্ষিণ আফ্রিকা বিকল্প সূচির কথা বলেছিল। কিন্তু গ্রীষ্মে ঠাসা সূচির কারণে ওয়ানডে সিরিজের সূচি নতুন করে ঠিক করা সম্ভব হচ্ছে না। সিএসএ জানিয়েছে, সিরিজ না খেলায় অস্ট্রেলিয়াকে আইসিসি’র পূর্ণ পয়েন্ট দেওয়ার বিষয়টি তারা মেনে নিচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েও বিশ্বকাপে খেলার জন্য প্রয়োজনীয় পয়েন্ট প্রোটিয়ারা তুলতে পারবে বলে আশাবাদী তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply