Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অহেতুক সমালোচনা করছি : সুইটি




অহেতুক সমালোচনা করছি : সুইটি ১৯৯৫ সালে মঞ্চনাটকে অভিনয় করতে গিয়ে তানভীন সুইটি নাট্যজন আবদুল্লাহ আল মামুনের চোখে পড়েন। এরপর নাট্যজন আবদুল্লাহ আল মামুন তার পরিচালিত ‘স্পর্ধা’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে মনোনীত করেন সুইটিকে। এ নাটকের মাধ্যমে মঞ্চে নতুনরূপে আবির্ভূত হন এ অভিনেত্রী। এরপর একে একে মঞ্চে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। একসময় মঞ্চ থেকে টিভি নাটকের পথে হাঁটতে শুরু করেন। অগণিত নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি সুইটি উপস্থাপনা কিংবা বিজ্ঞাপনেও দেখিয়েছেন তার পারদর্শিতা। বর্তমান সময়ে সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এমনকি সরব আছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও। সম্প্রতি দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে হাজির হয়েছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। শত কোটি টাকা বাজেটের এই সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে মুক্তির পর আলোচনা-সমালোচনা দুই-ই হচ্ছে। সিনেমাটি হলে গিয়ে দেখে এসে ফেসবুকে ছবিসহ একটি লেখা দিয়েছেন তিনি। জানিয়েন তার অনুভূতির কথা। তিনি লেখেন, (১৭ জুলাই) গিয়েছিলাম ‘দিন দ্য ডে’ সিনেমা দেখতে, হলে ঢুকেই ভীষণ ভালো লাগলো, পুরো হল সিনেমাপ্রেমীতে পরিপূর্ণ। আমাদের দেশে মানস্মমত প্রয়োজনীয়সংখ্যক সিনেমা হল নেই। সিনেমা নির্মাণের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেও যাচ্ছে, যে এক-দুইজন অর্থ বিনিয়োগ করে রিস্ক নিয়ে সিনেমা বানাচ্ছে, তাদের নিয়ে আমরা আবার অহেতুক সমালোচনা করছি। অনেক ধরনের সিনেমা হবে, দল বেঁধে সবাই বাংলা সিনেমা দেখতে যাবে, সেটাই তো হবে প্রত্যাশিত। সব শিল্পী, ডিরেক্টর, প্রোডিউসার ও সিনেমা হল মালিকদের জন্য তো বটেই।” তিনি আরও লেখেন, ‘সিনেমা হলে দর্শক বেশি হলেই তো অধিক সিনেমা তৈরি হবে। আমরা আরও বেশি বেশি মানসম্মত সিনেমা দেখতে পারব। সেই ইতিবাচক চিন্তাভাবনা আমরা কেউ করি না। একা আমিই সেরা থাকব এবং প্রতিটা মুভিতে আমাকেই নেবে আর কাউকে নেওয়া যাবে না, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। যেমন আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রির একজন নায়ক একা রাজত্ব করতে গিয়ে মনোপলী চেতনা পোষণ করার কারণে বাংলা সিনেমার বারোটা বাজিয়েছে, এতে করে চলচ্চিত্রের বাজারে দর্শক আর অন্য কোনো হিরোকে দেখতে পাচ্ছিল না এবং কম্পেয়ার করতেও পারছিল না, যার ফলে আস্তে আস্তে করে সিনেমার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেল এবং হলগুলোও বেশির ভাগ বন্ধ হয়ে গেল। সব ক্ষেত্রেই কম্পিটিশান থাকতে হবে, তাহলেই কাজের মজা পাওয়া যাবে এবং এতে ভালো কিছু করার অগ্রহও বেড়ে যাবে। খেয়াল করবেন, কোথাও একটা নামকরা স্বর্ণের দোকান আছে, বেশির ভাগ ক্রেতা চায় সেই দোকানে যেতে। অথচ তার আশেপাশে আর কোনো স্বর্ণের দোকান না থাকায় যাচাই করা সম্ভব হচ্ছে না। থাকলে যাচাই-বাছাই করে বেটার কোয়ালিটি প্রোডাক্ট পেতেও পারত।’ এ ছাড়া গুণী এই অভিনেত্রী সিনেমা নিয়ে আরও বলেন, ‘সবার আগে সিনেমার গ্রাহক-দর্শকের কথা ভাবতে হবে, আসলে তারা কী ধরনের সিনেমা পছন্দ করে? কোন শ্রেণির দর্শক বেশি, চারদিকে দুঃখ, হতাশা, অসুস্থ প্রতিযোগিতা, যানজটে অস্থির, হাতে হাতে সবার গ্যাজেট, সব কিছুর পর মানুষ একটু আনন্দ পেতে চায়, নির্মল বিনোদন পেতে চায়, একটু হাসতে চায়। শুধু বাইরের দেশে অ্যাওয়ার্ডের কথা চিন্তা করে কি সিনেমা বানাতে হবে? নাকি, দেশের সংস্কৃতি এবং শিল্পমান বজায় রেখে আমাদের দেশের দর্শকের কথাও ভাবতে হবে? সব দর্শকের কথা চিন্তা করে সব ধরনের সিনেমা বানাতে হবে এবং তাতে আমাদের পুরো ইন্ড্রাস্ট্রির সহযোগিতা থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে। ছবিতে যদি একটা হ্নদয়গ্রাহী গল্প থাকে, তাহলে দর্শক দেখবেই। দর্শক হচ্ছে আমাদের সিনেমার প্রাণ তারা কী পছন্দ করে, সেটা ভাবতে হবে। ‘দিন দ্য ডে’ বড় বাজেটের ছবি, অ্যাকশন আছে, লোকেশন ভালো, গল্পে একটা ম্যাসেজ আছে সব মিলিয়ে খারাপ লাগেনি, তারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। চেষ্টা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ছবি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হবে। মোট কথা সবাই কে উৎসাহিত করতে হবে। ‘দিন দ্যা ডে’ দেখুন সবাই। আশা করি ভালো লাগবে। বাংলা সিনেমার জয় হোক। হলে গিয়ে দর্শক বাংলা সিনেমা দেখুক। আশা করি বাংলা সিনেমার সুদিন আবার ফিরবে। প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply