Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি ব্রাজিলের, বাতিলের খাতায় পর্তুগাল




বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি ব্রাজিলের, বাতিলের খাতায় পর্তুগাল ফিফা বিশ্বকাপ, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। চার বছর পরপর পুরো ফুটবল বিশ্বকে ৯০ মিনিটের হুঁইসেলে বুঁদ করে রেখে দেয়া এক ইভেন্ট। নানা চড়াই উৎরাই পেরিয়ে এবারের আসর বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। মরুভূমির প্রথম আসরে, কার হাতে উঠবে সোনালি সে ট্রফি তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ফুটবল বোদ্ধাদের পছন্দের তালিকায় যোগ হচ্ছে নিত্য নতুন নাম। অনেকে আবার আটকে আছেন পুরনো কিছু নামেই। তবে, ফুটবল কিংবদন্তি কিংবা সাধারণ দর্শক সবার তালিকাতেই নামগুলোর মধ্যে বেশ মিল পাওয়া যাবে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা জার্মানি। কেউ কেউ আবেগের তোড়ে ভেসে নাম উঠিয়েছেন পর্তুগালেরও।

তবে, এসব যুক্তিতে না গিয়ে সরাসরি ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে বাতিলের খাতায় ফেলে দিলেন জার্মান বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ইয়ুর্গেন ক্লিন্সম্যান। দলীয় খেলার মূল সুর থেকে সেলেকাওরা অনেক দূরে আছেন বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার বিশ্বকাপের প্রেডিকশন করতে গিয়ে ওয়াশিংটন পোস্টের এক ইন্টারভিউতে এ কথা বলেন ক্লিন্সম্যান। আরও পড়ুন : গাম্বা ওসাকাকে গোল বন্যায় ভাসালেন মেসি-নেইমাররা তার মতে, পর্তুগালের সুযোগ একেবারেই নেই। একক নৈপূণ্যে ম্যাচ জেতানোর মতো অবস্থায় নেই সিআর সেভেন। তাই ফেভারিটের তালিকাতেও জায়গা হয়নি পর্তুগালের। একইভাবে তিনি বাদ দিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকেও। তবে, এখানে তার যুক্তিটা বেশ অদ্ভূত। ইতিহাস বলে, টানা দুই ফিফা বিশ্বকাপ জেতেনি এখনো কোনো দল। ব্রাজিল আর ইতালির এ কৃতিত্ব থাকলেও, তা জুলে রিমে যুগে। তাই ফ্রান্সের সম্ভাবনা অনেক কম বলেই মনে করেন ডাইম্যানশেফটদের হিরো। ক্লিন্সম্যানের ফেভারিটের তালিকায় সবার ওপরের নামটা এক ল্যাটিন দেশ ব্রাজিলের। ইউরোপিয়ানদের চেয়ে অন্তত এ মৌসুমে তিনি এগিয়ে রাখছেন দক্ষিণ অ্যামেরিকার দেশগুলোকেও। মূলত ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলকের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে, ব্রাজিলকে এগিয়ে রাখার পেছনে ক্লিন্সম্যানের বাজির ঘোড়া কোনো ফুটবলার নন, সেলেসাও কোচ তিতে। এ মাস্টারমাইন্ডের পরিকল্পনাতে নেইমার-ভিনিসিয়ুসরা খেলতে পারলে, তাদের আটকানোর মতো কাউকে দেখেন না এ জার্মান। আরও পড়ুন : রোনালদোকে দলে নেওয়া ঠেকাতে অ্যাতলেটিকো সমর্থকদের আন্দোলন তবে, মেসির আর্জেন্টিনাকেও খুব বেশি পিছিয়ে রাখেননি ক্লিন্সম্যান। আজীবনের বৈরিতা ভুলে আলবেসিলেস্তেতে নায়ক লিওনেল মেসির জন্য প্রশংসার ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। স্ক্যালোনির অধীনে এটাই আকাশী নীলদের শেষ সুযোগ বলেও মনে করেন ক্লিন্সম্যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply