প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে এক বিবৃতিতে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, “আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা।”
এদিকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কা শাটডাউনের সম্মুখীন হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে। তাঁর দাবি, শিগগিরই স্থিতিশীল সরকার গঠন না হলে গোটা শ্রীলঙ্কা শাটডাউন তথা বন্ধ হয়ে যেতে পারে।
Tag: English News lid news others world

No comments: