Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পিএসজিও ‘না’ করে দিল রোনালদোকে




ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোর পর প্রশ্ন উঠেছিল ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর থাকা-না থাকা নিয়ে। ইতিমধ্যে ক্লাব ছাড়ার বিষয়টি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ইংল্যান্ড-স্পেন-জার্মানি হয়ে ইতালিয়ান ক্লাবগুলোর কাছে ধর্না দিচ্ছে তার এজেন্ট হোর্হে মেন্ডেস। সবশেষ পিএসজির কাছ থেকে শুনতে হয়েছে ‘না’। দলবদলের গুঞ্জনে সবার চেয়ে এগিয়ে ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডোভস্কির বদলি হিসেবে বুন্দেসলিগার ক্লাবটিতে যাওয়ার কথা উঠেছিল ৩৭ বর্ষী ইউনাইটেড স্ট্রাইকারের। সেই আশায় গুঁড়েবালি ছিটিয়েছেন ক্লাব পরিচালক অলিভার কান। বায়ার্ন দর্শনের সঙ্গে যান না রোনালদো— এমন বলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে জার্মানিতে টানার সম্ভাবনার দরজা বন্ধ করে দেন কান। Reneta June ইউরোপসেরার মঞ্চে খেলা আরেক ক্লাব চেলসির সঙ্গেও কথাবার্তা এগিয়ে নিয়েছিলেন রোনালদো। ব্লুজদের নতুন মালিক টড বোয়েলিও খুব করে চাচ্ছিলেন সিআর সেভেন আসুক। কিন্তু ইংলিশ মিডিয়ার খবর, ক্লাবের জার্মান কোচ থমাস টুখেল চাচ্ছেন না রোনালদো তার দলে আসুক। যদিও স্টামফোর্ড ব্রিজে যাওয়ার সম্ভাবনা নিয়ে এখনও আশার সলতে জ্বালিয়ে রাখতে পারছেন রোনালদোর এজেন্ট। বিজ্ঞাপন তবে মেসি-নেইমার-এমবাপেদের সঙ্গে পর্তুগিজ তারকাকে দেখার সমর্থকদের যে বাসনা, সেটা এক প্রকার সিল মেরে দিয়েছে প্যারিসের ক্লাবটি। খবর, মেন্ডেস পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এবং ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফির সাথে রোনালদোর ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছেন। সেখানে দুজনেই পর্তুগিজ তারকার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। পুনর্গঠনের মাঝ দিয়ে যাওয়া পিএসজি তাদের পরিকল্পনার অংশ মনে করছে না ইউনাইটেড স্ট্রাইকারকে। রেড ডেভিলদের ডেরায় ফেরার একবছর পর ক্লাব ছাড়তে চাইলেও এখনও ইউনাইটেডে আরও একটি মৌসুম চুক্তি আছেন রোনালদো। কিন্তু তিনি ক্লাব ছাড়তে চাইলে এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন ক্লাবগুলোতে ঢু মারতে শুরু করেন তার এজেন্ট। এজেন্ট ইউরোপজুড়ে ঘুরলেও এখনও হতাশ অবস্থানেই আছেন রোনালদো। পিএসজি, চেলসি এবং বায়ার্ন মিউনিখ ছাড়াও সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এদিকে রোনালদোকে বিক্রি করবে না বলে জানিয়ে আসছেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। যদিও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এখনও রেড ডেভিলদের প্রাক-মৌসুম অনুশীলন ও সফরে যোগ দেননি রোনালদো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply