প্রেসিডেন্টের পদত্যাগের অপেক্ষায় শ্রীলঙ্কা, মালদ্বীপেই আছেন গোতাবায়া
গোতাবায়া রাজাপাকসে। ছবি: আল-জাজিরা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশটির পার্লামেন্টের স্পিকারকে বার বার নিশ্চিত করেছিলেন, বুধবার তিনি পদত্যাগ করবেন। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার পদত্যাগপত্র আসেনি বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের এক সহযোগী। শ্রীলঙ্কার জনগণ তার পদত্যাগের অপেক্ষায় আছেন।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার চলমান সংকট নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
এদিকে বুধবার প্রেসিডেন্ট পদত্যাগ না করে বরং তার মিত্র প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। তার এই সিদ্ধান্ত বিক্ষোভকারীদের আরও বেশি বিক্ষুব্ধ করেছে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ দাবি করছেন।
অন্যদিকে মালদ্বীপের শীর্ষ এক রাজনীতিকের বরাতে আল-জাজিরা আরও জানিয়েছে, গোতাবায়া রাজাপাকসে এখনো মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে বুধবার তিনি সিঙ্গাপুরগামী ফ্লাইটে যাননি। এখন তিনি ব্যক্তিগত বিমানের অপেক্ষায় আছেন।
মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দুনিয়া মাউমুন আল-জাজিরাকে বলেছেন, সর্বশেষ আমরা জানতে পেরেছি নিরাপত্তাজনিত কারণে গোতাবায়া সিঙ্গাপুরে রওয়ানা হননি। বর্তমানে তার নিরাপদ ভ্রমণের ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে গণরোষের মুখে পড়ে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সামরিক একটি বিমানে করে গোতাবায়া মালদ্বীপে পালিয়ে যান। সোমবারও তিনি আকাশ ও সমুদ্র পথে দেশ থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু তাকে তখন আটকে দেওয়া হয়েছিল। সবশেষে সামরিক বিমানে দেশ ছাড়েন তিনি।
Tag: English News lid news others world
No comments: