Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আমি বার্সায় শিরোপার জিততে এসেছি: লেভানদোভস্কি




আমি বার্সায় শিরোপার জিততে এসেছি: লেভানদোভস্কি ছবি- সংগৃহীত বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের মধ্যে অনেক ঝুট-ঝামেলা শেষে অবশেষে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। দুই পক্ষের মধ্যে মৌখিক আলোচনা শেষ হয়ে গেছে। ইতোমধ্যে বার্সায় অবস্থান করছেন পোল্যান্ডের অধিনায়ক লেভানদোভস্কি। আর কাতালান ক্লাবটিতে এসেই সাবেক এই বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড জানিয়ে দিয়েছেন বার্সেলোনার হয়ে শিরোপা জেতার লক্ষ্য তার। বার্সায় যোগ দিয়েই লেভানদোভস্কি বলেছেন, ‘জাভি আমাকে বলেছে আমরা একসঙ্গে কাজ করবো এবং অনেক কিছু অর্জন করবো। বার্সেলোনাকে আবার শীর্ষে নিতে তার পরিষ্কার একটা পরিকল্পনা আছে। আমি নিশ্চিতভাবে বার্সায় শিরোপা জিততে এসেছি।’ বয়স ইতোমধ্যে ৩৩ পেরিয়েছে। এই বয়সে এসে লা লিগার মতো কঠিন লিগে এসে খেই হারিয়ে ফেলবেন না তো? লেভানদোভস্কি অবশ্য তেমনটি ভাবছে না। এই পোলিশ তারকা ফরোয়ার্ড আশা করছেন বার্সায় ২০২৬ পর্যন্ত চুক্তি শেষেও আর কয়েক বছর শীর্ষ পর্যায়ের লিগে খেলবেন তিনি। তার ভাষ্যে, ‘আমি খুব শিগগিরই ৩৪ বছর স্পর্শ করবো। তবে আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই ভালো অনুভব করছি। বার্সাও একইরকম ভাবছে। আমি জানি না পরবর্তীতে কী ঘটবে। তবে আমি ২০২৬ সালের পরও শীর্ষ পর্যায়ে খেলতে চাই।’ বাভারিয়ানদের থেকে বার্সায় আসতে গত কয়েক সপ্তাহে বেশি ঝামেলা পোহাতে হয়েছে লেভানদোভস্কিকে। জার্মান ক্লাবটির সঙ্গে আরও ১ বছরের চুক্তি ছিল পোলিশ তারকার। তবে গত মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন লেভানদোভস্কি। মূলত নতুন কোনো লিগে নিজে এবং পরিবারকে নিয়ে নতুন পরিবেশে আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে লেভানদোভস্কি আরও যোগ করেন, ‘আমি বুন্দেসলিগার বাইরে অন্য লিগে খেলতে চাচ্ছিলাম। এটা আমি অনেক আগের থেকে চাইছিলাম। পরিবারকে নিয়ে নতুন কোনো শহরে নতুন কিছু উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে থাকার জন্য জোর করা হয়েছে।’ ৪৫ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দেওয়ার আগে বায়ার্নের হয়ে আট বছর কাটিয়ে দিয়েছেন লেভানদোভস্কি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে সম্ভব সব শিরোপা জিতেছেন। বায়ার্নের জার্সিতে ৩৭৫ ম্যাচে করেছিলেন ৩৪৪ গোল। কিন্তু দলবদলের ঝামেলায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছে। তবে পূর্বের দারুণ সম্পর্ককে মনে করে খারাপ সময়টা ভুলে যেতে চাইছেন লেভানদোভস্কি। তিনি আরও যোগ করেন, ‘আমাদের আট বছরের দারুণ এক সম্পর্ক। তাই আমি মনে করি না, গত কয়েক সপ্তাহের ঘটনা আমরা ভুলে যেতে পারবো। আসলে অপ্রয়োজনীয় বিষয় ঘটেছে দুই পক্ষের মধ্যে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply