Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরাতে বললেন বিক্রমাসিংহে




সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরাতে বললেন বিক্রমাসিংহে পুলিশ ও সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বুধবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ নির্দেশনা দেন তিনি।

নিরাপত্তা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলা ফেরাতে যা প্রয়োজন সেটাই করুন। বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আমার দায়িত্ব পালনে বাধা দিতে চায়। এর আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা দফায় দফায় সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে সমর্থ হয় বিক্ষুব্ধ জনতা। বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেয় বিক্ষোভকারীরা। অনেকটা আকস্মিক বন্যার মতো জনতার স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধানমন্ত্রীর কার্যালয়। আরও পড়ুন : রাষ্ট্রীয় চ্যানেল দখলে নিয়ে খবর পড়ল বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের পর রীতিমতো উদ্‌যাপনে মাতে বিক্ষোভকারীরা। ড্রাম বাজিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম ধরে তালে তালে তারা স্লোগান দিচ্ছে: ‘রনিল পাগলা’, গোতা পাগলা।’ তাদের দাবি, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগ করতে হবে। রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা। এরপরই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন বিক্রমাসিংহে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply