Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লর্ডসে দ্বিশতরান, থামছেন না 'রান মেশিন' পূজারা




লর্ডসে দ্বিশতরান, থামছেন না 'রান মেশিন' পূজারা

ম্যাচের প্রথম দিন টম অলসপের সঙ্গে ২১৯ রানের জুটিতে সাসেক্সকে ভাল জায়গায় রেখেছিলেন। দ্বিতীয় দিনও ভরসা দিলেন পূজারাই। উল্টো দিকের বিপর্যয় যদিও আটকাতে পারেননি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিজে নামলে থামতেই চাইছেন না। সাসেক্সের জার্সি গায়ে চাপিয়ে চলতি কাউন্টি মরসুমে পাচটি শতরান করে ফেললেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে এটি তাঁর তৃতীয় দ্বিশতরানের ইনিংস। লর্ডসে (Lord’s) অনবদ্য ব্যাটিংয়ে নজর কাড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড। মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচের আগে চোটে ছিটকে যান নিয়মিত অধিনায়ক টম হেইনেস। স্টিভেন ফিনের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও তাঁকে চাপ মুক্ত রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। নেতৃত্বের দায়িত্ব নিতে এগিয়ে আসেন চেতেশ্বর। তাঁর সিদ্ধান্ত হাসি ফোটায় সাসেক্স টিম ম্যানেজমেন্টের। ম্যাচের প্রথম দিন টম অলসপের সঙ্গে ২১৯ রানের জুটিতে সাসেক্সকে ভাল জায়গায় রেখেছিলেন। দ্বিতীয় দিনও ভরসা দিলেন পূজারাই। উল্টো দিকের বিপর্যয় যদিও আটকাতে পারেননি। একদিক দারুণ ভাবে আগলে রাখাই শুধু নয়, দলের স্কোরও বাড়িয়ে নিয়ে গেলেন। মারলেন ১৯টি চার ও দুটি ছয়। ৩৬৮ বলে দ্বিশতরানে পৌঁছলেন পূজারা। ম্যাচে ২০৭ রানের ইনিংস পেরোনোর পরই প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ হাজার পূর্ণ করলেন তিনি। অবশেষে পূজারার উইকেটেই সাসেক্সের ইনিংস শেষ হয়। ৫২৩ রান সাসেক্সের। পূজারার একাই ২৩১ রান। মারলেন ২১ টি চার এবং ৩টি ছয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply