Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পরের ম্যাচে ভালো করবে বাংলাদেশ: ডোমিঙ্গো




পরের ম্যাচে ভালো করবে বাংলাদেশ: ডোমিঙ্গো

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। শনিবার ডমিনিকার কমেন্ট্রি বক্সে বসে আতহার আলী খান সেই প্রসঙ্গ তুলতেই পরিসংখ্যানের যথার্থতা বর্ণনা করেন ইয়ান বিশপ। ক্যারিবীয় এই তারকা বলেন, বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারায়নি। তারা দুটি ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তথ্যটার একটি বর্ণও ভুল নয়। তবে এবারের এই সিরিজে বাংলাদেশের জয়ের আশায় বুক বাঁধছেন আতহার। আপাতত খবর হল, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেই সুযোগ পায়নি বাংলাদেশ দল। ম্যাচে দুই দলকেই হারিয়ে জয় হয়েছে বৃষ্টির। পরিত্যক্ত হওয়া ম্যাচে বলা চলে হারের ধাক্কা থেকেই বেঁচে গেছে টাইগাররা। ম্যাচটা হলে হয়তো পরাজিত শিবিরেই নাম থাকতে পারতো বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রানের পুঁজি গড়েছিল সফরকারীরা। যা টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে বেমানান। স্বভাবতই এমন পারফরম্যান্সে সন্তুষ্ট নন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। অবশ্য এই প্রোটিয়া কোচ নিশ্চিত, দ্বিতীয় ম্যাচেই ভালো করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচের পর শনিবার রাতেই সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘আজকে আগে বোলিং করতে পারলে ভালো হতো। তবে টস হেরে যাই আমরা। এটা খেলারই অংশ। ২ উইকেটে ৪৫ রান ছিল, শুরুটা ভালো করেছিলাম। এরপর সত্যিই বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত যে, পরের ম্যাচে ভালো করব।’ অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতির বিষয়টাও ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল দাবি করে ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশের হয়ে রিয়াদ-আফিফের সবশেষ ম্যাচ ছিল সম্ভবত দক্ষিণ আফ্রিকায়। সেটা মাস দুয়েক আগে। সিরিজ যত এগোবে, তারা আরও ভালো হয়ে উঠবে। আমরা আজকে অন্তত কিছুটা খেলার সুযোগ পেয়েছি, ১২-১৩ ওভারের মতো অনুশীলন করতে পেরেছি এবং টি-টোয়েন্টির আবহে ফিরেছি। আমি নিশ্চিত, দ্বিতীয় ম্যাচে উন্নতি দেখবেন।’ অনুশীলন না করতে পারার আক্ষেপ ছিল ডোমিঙ্গোর, তবে সমুদ্র ভ্রমণের অজুহাত দিতে চান না তিনি। কোচ বলেন, ‘লম্বা নৌ ভ্রমণ করে এখানে এসেছে ছেলেরা। গতকাল কোনো অনুশীলনও করা যায়নি। তবে কোনো অজুহাত নেই। কারণ ওয়েস্ট ইন্ডিজেরও একই অভিজ্ঞতা ছিল। ওরাও একই ফেরিতে ছিল, ওরাও অনুশীলন করতে পারেনি।’ এদিকে, একই মাঠে অর্থাৎ ডমিনিকার উইন্ডসর পার্কে আজ রাতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে উইন্ডিজ ও বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হচ্ছে রোববার (০৩ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply