Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্লাস সিক্সের বেশি পড়েননি বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর!




ক্লাস সিক্সের বেশি পড়েননি কারিশমা কাপুর!

সুপারস্টার হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি গ্রহণ করেননি। কারিশমা যখন স্কুলে পড়েন, তখন তার পিতা রণধীর কাপুর এবং মা ববিতার মধ্যে অনেক ঝগড়া বিবাদ হতো। রণধীর-ববিতার জীবনে যে ঝড় উঠেছিল সেই ঝড়ের আঁচ এসে পড়েছিল ছোট্ট কারিশমা জীবনেও। বংশীয় পরম্পরায় বলিউডে পা রেখেছিলেন বলি ডিভা কারিশমা কাপুর। অপরূপ সুন্দরী রণধীর কাপুর কন্যা বলিপাড়ায় রাজ করেছেন টানা বহু বছর। কিন্তু পড়াশোনা করেননি মোটেও । সুপারস্টার হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি গ্রহণ করেননি। কারণটা অবশ্য বেশ স্পষ্ট নয়। মাত্র ১৭ বছর বয়সে ‘প্রেম কয়েদী’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিখ্যাত কাপুর পরিবারের কন্যা কারিশমা কাপুর। এরপর থেকে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ‘রাজা হিন্দুস্তানি’ ছবির হাত ধরে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। তবে, ছেলেবেলা একেবারেই সুখের ছিল না কারিশমা। বরং অনেক কষ্ট করে বড় হয়েছেন তিনি। বাবা অভিনেতা রণধীর কাপুর এবং মা অভিনেত্রী ববিতার বড় মেয়ে কারিশমা। হলিউড অভিনেত্রী গিনা লোল্লোব্রিগিডার নাম অবলম্বনে ছোটবেলায় মেয়ের নাম ‘লোলো’ রেখেছিলেন ববিতা। কারিশমার ছোট বোন কারিনা কাপুর এবং চাচাতো ভাই বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। অল্প বয়সে অল্প কাজেই খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা সেই অভিনেত্রী ক্লাস সিক্সের বেশি পড়েননি। খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারলেও ছোটবেলায় স্কুলের গণ্ডি পেরোননি তিনি। ছোটবেলায় ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উৎরাই এর সম্মুখীন হয়েছেন লোলো। কারিশমা যখন স্কুলে পড়েন, তখন তার বাবা রণধীর কাপুর এবং মা ববিতার মধ্যে অনেক ঝগড়া বিবাদ হতো। রণধীর-ববিতার জীবনে যে ঝড় উঠেছিল সেই ঝড়ের আঁচ এসে পড়েছিল ছোট্ট কারিশমা জীবনেও। রণধীরের বড় মেয়ে যত বড় হচ্ছিলেন, তত তাঁর মা-বাবার মধ্যে অশান্তিও বৃদ্ধি পাচ্ছিল। সেই কারণে বাধ্য হয়ে ইচ্ছা না থাকলেও কারিশমাকে নিজের পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল। সেই কারণেই ক্লাস সিক্সের বেশি পড়তে পারেননি বলিউডের এই নামি নায়িকা। তবে, অনেকেই বলে থাকেন যে, অভিনয়ের জগতে ডুবে থাকার কারণেই হয়ত কারিশমার পড়াশোনা করা হয়নি। জানা যায়, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পর, কারিশমা অভিনয়ের ওপর সম্পূর্ণ মনোনিবেশ করেন। দীর্ঘ সময় বলিপাড়ায় রাজত্ব করার পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন লোলো। তবে ওটিটি প্ল্যাটফর্ম তাকে আবারো ফেরার পথ করে দিয়েছে। সূত্র: বং ট্রেন্ড






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply