Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মাঙ্কিপক্সের চেয়েও ভয়ংকর হয়ে উঠছে মেনিনজাইটিস




করোনা নিয়ে উদ্বেগ বেড়েছে, এর মধ্যেই মাঙ্কিপক্সের আতঙ্ক ছড়িয়েছে। তার ওপর ব্যাকটেরিয়া ঘটিত এক রোগের সংক্রমণ ছড়িয়েছে। মাঙ্কিপক্সের চেয়েও এই সংক্রামক আরও বেশি ভয়ংকর বলে জানিয়েছেন ভাইরোলজিস্টরা। এর নাম মেনিনগোকক্কাল মেনিনজাইটিস।

সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে এই রোগ ছড়িয়েছে। শুধু ফ্লোরিডাতে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন, সংক্রমিত অর্ধ শতাধিক। এই সংখ্যাও বাড়ছে। মেনিনগোকক্কাল মেনিজাইটিস মারাত্মক সংক্রামক রোগ যা সরাসরি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ক্ষতিগ্রস্থ করে। ব্রেনে প্রদাহ হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া ১৫ শতাংশ মানুষ তাদের বাকি জীবদ্দশায় মস্তিষ্ক ও স্নায়ু রোগের মতো জটিল সমস্যায় ভুগতে থাকে। মেনিনজাইটিস কী? যেভাবে ছড়ায় মেনিনজাইটিসের কারণ হল নেইসেরিয়া মেনিনজাইটিডিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া, যাকে মেনিগোকোকাসও বলা হয়। এই রোগ এক ব্যক্তি থেকে অন্যের মধ্যে খুব সহজেই কফ বা হাঁচি-কাশির সঙ্গে শ্বাসযন্ত্র থেকে বেরিয়ে আসা কণার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্তের লালার মাধ্যমে ছড়িয়ে পড়া ড্রপলেট সহজেই সুস্থ ব্যক্তির শরীরে ছড়াতে পারে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রোগের উপসর্গ দেখা দেয়, চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে। আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি মেনিনগোকক্কাল রোগের সংক্রমণ যে কোনো বয়সে হতে পারে। বিশেষ করে ৫ বছরের নিচে বাচ্চা ও বয়স্করা উচ্চ ঝুঁকিতে রয়েছে। তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে কমবয়সীদের মধ্যেও এই রোগ মহামারি হয়ে উঠতে পারে। ব্যাকটেরিয়া মূলত রোগীর নাকে ও গলায় বাসা বাঁধে এবং সামাজিক দূরত্ববিধি মেনে না চললে সহজেই আক্রান্ত ব্যক্তির থেকে অন্য কারও মধ্যে ছড়িয়ে পড়তে পারে। যেসব লক্ষণ দেখা দেয় জ্বর বা কাঁপুনি, খিঁচুনি, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, পেশিতে অসহ্য যন্ত্রণা, মাথা ব্যথা, স্টিফ হয়ে যেতে পারে ঘাড়, বমিবমি ভাব, ক্লান্তি, ঝিমুনি, চোখে আলো পড়লে অস্বস্তি হবে, মানসিক স্থিতি বদল—এই লক্ষণগুলো দেখা দিলেই রক্ত এবং সেরিব্রাল ফ্লুইড পরীক্ষা করতে হবে। দেখতে হবে ব্যাকটেরিয়ার স্ট্রেন রয়েছে কিনা। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় হল ভ্যাকসিন। এমসিভি– মেনিনগোকক্কাল কনজুগেট ভ্যাকসিন বাচ্চাদের দিয়ে রাখলে ভালো। এই ভ্যাকসিনটিই অনুর্ধ্ব-৯ মাসের বাচ্চাদেরও দেওয়া যায়। প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে এই সময়েই বাচ্চাদের সব থেকে বেশি ভ্যাকসিনেশনের দরকার হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply