Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কাতারে বিদ্যুত ষ্পৃষ্ট হয়ে তুষা এর মৃত্যু মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ঢেপা গ্রামের




সংসারের স্বচ্ছলতা ফেরাতেই ধার দেনা করে গিয়েছিলেন কাতারে। ভাল আয় ইনকামও করেছেন। এবার বাড়ি এসেই নির্মাণ করবেন বাড়ি। স্ত্রীকে ফোন করে বলেছিলেন বাড়িতে এসেই তোমার মনের মতই একটি নীড় গড়বো। যে নীড় আমাদের দুজনকে শান্তিতে ভরিয়ে তুলবে। কিন্তু সে আশা ভরসা সব তছনছ করে দিয়েছে আমাকে। এভাবেই বলতে বলতে মূর্ছা তুষার ইমরানের স্ত্রী তৃষা। প্রেম করে বিয়ে। স্ত্রী খ্রীষ্টান ধর্মের মেয়ে হওয়ায় দুই পরিবারের কেউ মেনে নেয়নি। তারপরেও তুষার ইমরান ও স্ত্রী সম্পর্কের মধ্যে ন্যুন্যতম ছেদ পড়েনি কখনো। এক সময় ধার দেনা করে সংসারের স্বচ্ছলতা ফেরাতে পাড়ি জমান বিদেশে। সেখানে একটি কোম্পানীর আওতায় টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন তুষার ইমরান। গত শনিবার (১৬-ই জুলাই) দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক ১০ টার দিকে কাতারে নির্মাণাধীন বিল্ডিংয়ের টাইলসের কাজ করার সময় বিদ্যুতষ্পৃষ্ট হয়ে তুষার ইমরান মারা যান। তুষার ইমরান গাংনী উপজেলার ঢেপা গ্রামের শুকুর আলীর ছেলে।

তুষার ইমরানের স্ত্রী তৃষা জানান, গত ৫ বছর পূর্বে তুষার কাতারে যায়। শনিবার তুষারের বন্ধুরা জানায়, বিল্ডিং এর টাইলস কাটার সময় বিদ্যুতষ্পৃষ্ঠ হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুষার ইমরানের নিহতের পাওয়ার পর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply