Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শেহজাদের প্রতি আমার বার্তাটা পরিষ্কার: রমিজ রাজা




শেহজাদের প্রতি আমার বার্তাটা পরিষ্কার: রমিজ রাজা ক্যারিয়ারের শুরুতে দারুণ ফর্ম দেখিয়েছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। কিন্তু পরে ফর্ম ধরে না রাখতে পারায় জাতীয় দল থেকে ছিটকে পড়েন। আড়াই বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও দলে ফিরতে পারছেন না।

যে কারণে একেক সময় একেক রকম অভিযোগ তুলছেন পাকিস্তান বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। কিছু দিন আগে শেহজাদ অভিযোগ তুলেন, কোচ ওয়াকার ইউনিস ও টিম ম্যানেজমেন্টের কারণে তার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। অবশ্য শেহজাদের এসব অভিযোগ কানে তুলছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, দল থেকে বাদ পড়লে এমন অনেক কথাই বলে ক্রিকেটাররা। এসব কথা না আওরিয়ে পারফর্ম করে জাতীয় দলের ফেরার পরামর্শ দিলেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে শেহজাদ প্রসঙ্গে রমিজ রাজা বলেন, ‘দেখুন— আমিও (বাদ পড়ার পর) দলে ফিরেছি। এই সময়ে বেশ বড় হতাশা ঘিরে ধরে ক্রিকেটারদের। তখন তারা সবাইকে দোষারোপ করা শুরু করে। দলের বাইরে থাকলে ক্রিকেটারদের ধৈর্যের পরীক্ষা হবে, টেম্পারমেন্টের পরীক্ষা হবে এবং কঠোর পরিশ্রমের পরীক্ষা হবে। শেহজাদের প্রতি আমার বার্তাটা পরিষ্কার—‘ব্যাটই তোমার হয়ে কথা বলুক। রান করতে থাকো, তা হলে তোমাকে বাদ দেওয়ার কোনোই উপায় নেই।' উদাহরণ হিসেবে শান মাসুদকে টেনে আনেন রমিজ। পিসিবি চেয়ারম্যান বলেন, শান মাসুদের দিকে তাকান। প্রচুর রান করেই সে দলে ফিরেছে। ডার্বিশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত সময় কাটিয়ে সে নিজেকে প্রমাণ করেছে। মাসুদকে ফেরানো হয়েছে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। লাল বলের জন্য ‘ডি ক্যাটাগরি’তে রাখা হয়েছে মাসুদকে। প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট খেলে ৯৮২ রান করেছেন শেহজাদ। যেখানে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি রয়েছে। ৮১ ওয়ানডেতে তার সংগ্রহ ২৬০৫ রান। এতে ৬ সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন এ ব্যাটার। একটি সেঞ্চুরিও রয়েছে এই সংক্ষিপ্ত ফরম্যাটে, সঙ্গে ৭টি হাফসেঞ্চুরি। তথ্যসূত্র: জিও সুপার






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply