আবের প্রতি শ্রদ্ধায় জাপানিদের ঢল
গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাপানিরা। শুক্রবার নারা শহরের যেখানে শিনজো আবে গুলিবিদ্ধ হন শনিবার সেখানে ঢল নামে শোকাহত জাপানিদের। তারা আবের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
গুলিবিদ্ধ অবস্থায় শিনজো আবেকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল শনিবার সেখান থেকে একটি গাড়িবহর বেরিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। সেখানে আবের মৃতদেহ ছিল বলে ধারণা করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
তবে অ্যাবের লাশ বহনকারী একটি অন্ত্যেষ্টিক্রিয়া শবযান দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী থেকে শনিবার টোকিও’তে পৌঁছেছে।
Tag: English News Featured

No comments: