Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আমাকে নৈতিকভাবে হত্যা করা হয়েছিল: মল্লিকা শেরাওয়াত




২০০৩ সালে ‘খোয়াহিশ’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এরপর ২০০৪ সালে মহেশ ভাটের ছবি ‘মার্ডার’ দিয়ে বলিউডে পরিচয় পেতে শুরু করেন তিনি। যেখানে তার সঙ্গে ইমরান হাশমিও অভিনয় করেছিলেন। সেসময় বছরের সবচেয়ে বড় হিট হয়ে ওঠেছিল ছবিটি। তবে দুটি ছবিই অভিনেত্রীকে ‘যৌন প্রতীক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী। Reneta June সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘মার্ডার’ এ অভিনয় করার জন্য তাকে ‘নৈতিকভাবে হত্যা’ করা হয়েছিল। ‘বোল্ড দৃশ্য’ করার জন্য ভারতের মানুষের চোখে তার জন্য দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। এনমনকি অন্যভাবে বিচার করা হত তাকে। বিজ্ঞাপন মল্লিকার কথায়, ‘আমার মনে হয়, আমার গ্ল্যামার তাদের জন্য অপ্রতিরোধ্য ছিল। আমার এটার জন্য ক্ষমা চাওয়ার মতো কিছু নেই। আমি ‘মার্ডার’-এর সময় বিকিনি পরেছিলাম। কিন্তু অন্য অভিনেত্রীরা আমার আগেও বিকিনি পরেছিলেন, কিন্তু আমি এটি সম্পর্কে অনন্য ছিলাম। কি চাইত, আমি সমুদ্রের ধারে শাড়ি পরব? না, আমি বিকিনিতেই স্বাচ্ছন্দ্য ছিলাম। ওটাকেই স্বাধীনভাবে উদযাপন করি। যার ফলেই বিশেষ করে, মহিলাদের চক্ষুশূল হয়ে উঠি। পুরুষদের আমাকে নিয়ে কোন সমস্যা ছিল না। ভারতে পুরুষরা আমাকে ভালোবাসে এবং আমি তাদের ভালোবাসি। শুধু কিছু মহিলা যাদের কাছে আমি খুব খারাপ।’ বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন মল্লিকা। ‘দ্য মিথ’ সিনেমার অডিশনের সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি অডিশন দিয়ে সিনেমায় সুযোগ পেয়েছিলাম। বলতে খুব গর্ব বোধ করি, বলিউডের প্রতিটি অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তাই যে সব অভিনেত্রীরা বলেছিলেন, তারা কখনও কোনো অডিশন দেননি, সবাই মিথ্যে বলেছে। আমি তাদের অডিশন দেখেছি। জ্যাকি আমাকে তাদের অডিশন টেপ দেখিয়েছে।’ বর্তমানে ‘আর/আরকে’ সিনেমার প্রচারে ব্যস্ত মল্লিকা শেরাওয়াত। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। এরই মধ্যে বিভিন্ন আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। আগামী ২২ জুলাই ‘আর/আরকে’ সিনেমাটি মুক্তি পাবে। –পিঙ্কভিলা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply