SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে
সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সুন্দরবন নামে নতুন একটি জেলা হচ্ছে। মূলত রাজ্যটিতে নতুন করে আরও ৭টি জেলা গঠন করা হচ্ছে। এর মধ্যে একটির নাম হবে সুন্দরবন। সোমবার (১ আগস্ট) নতুন জেলা গঠনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আগামী ছয় মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ২৩টি থেকে বেড়ে হবে ৩০টি। বর্তমানে রাজ্যে ২৩টি জেলা রয়েছে। জেলাগুলো হলো— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও পুরুলিয়া।

নতুন জেলাগুলোর সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী মমতা। ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা। দ্বিতীয় জেলা ইছামতী। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এ নতুন জেলা। তৃতীয় নতুন জেলা বসিরহাট (নাম পরে ঘোষণা করা হবে)। উত্তর ২৪ পরগনার বসিরহাট নিয়ে হচ্ছে এ জেলা। চতুর্থ জেলা রানাঘাট। নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা। আরও পড়ুন : ভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ জনের প্রাণহানি পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা। ষষ্ঠ জেলা কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি। সপ্তম বহরমপুর। মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply