জামায়াত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য, তাদের ঐক্য সব সময় আছে, থাকবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে নাটোর শহরের মহোনপুর এলাকায় বিটিভির উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০১৩-১৫ সাল পর্যন্ত পেট্রল বোমা মেরে মানুষকে হত্যা করেছে। অবরোধের নামে মানুষকে অবরুদ্ধ করে মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে।
আরও পড়ুন: বিএনপির রাজনীতিই হলো ষড়যন্ত্র করে রাষ্ট্রক্ষমতা দখল: কাদের
মন্ত্রী আরও বলেন, বিএনপি যদি আবারও জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, জনগণ বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সুযোগ দিবে না। এছাড়া বিএনপি রাজনীতির নামে মানুষ হত্যা, ভাঙচুর, জ্বালাও-পোড়াওসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসে থাকবে না। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান উপস্থিত ছিলেন।
Tag: English News lid news national
No comments: