আইন হলে কোচিং-বাণিজ্য বন্ধ হবে: দীপু মনি
এ
প্রস্তাবিত আইন পাস হলে কোচিং বাণিজ্য বন্ধ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এবং বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং খারাপ নয়, সমস্যা কোচিং বাণিজ্য। শিক্ষা আইনের মধ্যে কোচিংয়ের ব্যাপারটা অ্যাড্রেস করেছি। আমি বার বার বলছি, কোচিংয়ের দরকার হতে পারে। সব শিক্ষার্থী ক্লাসরুমে সব শিখে ফেলবার অবস্থা নাও থাকতে পারে। কোনও শিক্ষকের সব শিক্ষার্থীকে এক রকম করে বোঝাবার অবস্থা নাও থাকতে পারে। বাড়িতে বাবা-মা বা অন্য অভিভাবকের শেখাবার সময় নাও থাকতে পারে। সে ক্ষেত্রে বাইরের একটি সাপোর্ট শিক্ষার্থীর দরকার হতে পারে। পৃথিবীর সব দেশেই কোচিং রয়েছে। আমাদের এখানে নানা ধরনের কোচিং রয়েছে। কোচিং খারাপ না। কিন্তু কোচিংয়ের মধ্যে যদি এরকম বিষয় এসে যায় যে, ক্লাসের শিক্ষক যদি শিক্ষার্থীকে তার কাছে কোচিং করতে বাধ্য করেন, তাহলে সেটি অনৈতিক। এটি যেন কোনোভাবেই না হয়, সে জন্য আমরা শিক্ষা আইনে বলেছি— শিক্ষক তার নিজের ক্লাসের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না। বলতে পারেন, বাস্তবায়ন কীভাবে হতে পারে? অনেক কিছুই বাস্তবায়নে সমস্যা হয়ে থাকে। যদি আইনে হয়, আর যদি সচেতনতা তৈরি করতে পারি তাহলে সম্ভব। পরীক্ষার সময় কোচিং বন্ধ করার পর সারা দেশ থেকে আমাদের কাছে মেসেজ আসে— কোথায় কোথায় কোচিং হয়। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করি, তখন তারা ব্যবস্থা নেন। যদি আইনের এই প্রস্তাবটি পাস হয়, তাহলে এটি বাস্তবায়নের সুযোগ থাকবে।’
শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন ইরামের সভাপতি ভোরের কাগজের রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য এবং ইরাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিনিদিনের রিপোর্টার আকতারুজ্জামান
Tag: English News lid news national
No comments: