Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ৫০০ কোটিতে এনডিটিভি কিনে নিচ্ছে আদানি গ্রুপ




৫০০ কোটিতে এনডিটিভি কিনে নিচ্ছে আদানি গ্রুপ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল (নিউজ) এনডিটিভি কিনে নিতে যাচ্ছে আদানি গ্রুপ। প্রথম ধাপে এরই মধ্যে পরোক্ষভাবে চ্যানেলটির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে গৌতম আদানির মালিকানাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল)। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেয়া হয়েছে। সেক্ষেত্রে এনডিটিভির নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে আদানি গ্রুপের হাতে। মোট ৪৯৫ কোটি রুপিতে সেই চুক্তি হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মঙ্গলবার (২৩ আগস্ট) এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্ষমতা প্রয়োগ করে আরআরআরআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯ দশমিক ৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএন-এর অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটির হাতে আরআরআরআরের মালিকানা চলে এসেছে।’ বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) নথিভুক্ত আরআরআরআরের হাতে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার ছিল। আদানি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মেনে এইএল এবং এএমএনএলের সঙ্গে যৌথভাবে এনডিটিভির ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেবে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। শেয়ার প্রতি ২৯৪ রুপি দরে আরআরআরআর থেকে ২৯ দশমিক ১৮ শতাংশ মালিকানা কিনবে এএমএনএল। সার্বিকভাবে পুরো অধিগ্রহণের জন্য খরচ হবে ৪৯৫ কোটি রুপি। এনডিটিভির প্রতিক্রিয়া এনডিটিভির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড একটি নোটিশ জারি করে জানায় যে, আরআরআরআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ইক্যুইটি শেয়ার নেয়া হয়েছে; যে সংস্থার হাতে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার ছিল। দুদিনের মধ্যে যাবতীয় ইক্যুইটি শেয়ারের হাতবদল করে দিতে বলা হয়েছে।

এনডিটিভি বলছে, বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড যে ক্ষমতা প্রয়োগ করেছে সে বিষয়ে কোনো ধারণা ছিল না। এমনকি এনডিটিভির প্রতিষ্ঠাতার কোনো অনুমতি বা সম্মতিও নেয়া হয়নি। করা হয়নি কোনো আলোচনাও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply