Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইরাকে ৫০ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা, বাধ্যতামূলক ছুটি ঘোষণা




ইরাকে ৫০ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা, বাধ্যতামূলক ছুটি ঘোষণা উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইরাক। এরইমধ্যে দেশটির রাজধানী বাগদাদের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। তার ওপর প্রতিদিন ১৪ ঘণ্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। এ পরিস্থিতিতে বাগদাদে চার দিনের বাধ্যতামূলক ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুধু বাগদাদ নয়, একই পরিস্থিতে দেশটির অন্য প্রদেশগুলোতেও। তার ওপর প্রতিদিন ১৪ ঘণ্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ সংকট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গরম থেকে বাঁচতে মুখে কাপড় বেঁধে রাস্তায় নামছেন মানুষ। খবর আল জাজিরার। এ অবস্থায় বাইরে বের হয়েও স্বস্তি নেই মানুষের। তাদের একটু স্বস্তি দিতে তাই রাস্তার পাশে বসছে ঠাণ্ডা পানির দোকানগুলো, যা কিনতে ভিড় করছেন অনেকে। এরইমধ্যে তীব্র গরমের কারণে বাগদাদে ৪ দিন ছুটিসহ অন্যান্য প্রদেশে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরাক সুপরিচিত হলেও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদনে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার অনেক চেষ্টা করলেও তা কাজে আসেনি। এতে জেনারেটরের ওপর ভরসা করে চলতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কম হওয়াসহ গাছপালা উল্লেখযোগ্যহারে কমে যাওয়ার কারণেই ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইরাক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply