ভবিষ্যতে যেন সংকট না হয় এজন্য আইএমএফ থেকে অর্থ চাওয়া হয়েছে: কৃষিমন্ত্রী
এই মুহুর্তে আইএমএফ এর টাকা দরকার নেই বাংলাদেশের। কিন্ত ভবিষ্যতে যেন সংকট না হয় এজন্য অর্থ চাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জানান, আইএমএফ অর্থ দিতে রাজি হয়েছে। কিন্তু পাকিস্তান ও শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে টাকা চাইলেও দিচ্ছে না। কারণ আইএমএফ জানে তারা টাকা দিতে পারবে না। আর বাংলাদেশের সক্ষমতা বিবেচনা করে এক চিঠিতেই আইএমএফ টাকা দিতে রাজি হয়েছে।
ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বাড়লেও কেউ যেন কৃত্রিম সংকট তৈরি না করে এজন্য মনিটরিং করছে কৃষি মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ইউরিয়া ব্যবহারে নিরুৎসাহিত করতে সারের মূল্য বেড়েছে বলে এ সময় উল্লেখ করেন কৃষিমন্ত্রী। বলেন, এরপরও ৫৯ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এতে ইউরিয়ার ব্যবহার কমবে। ফলনে নেতিবাচক প্রভাব কমবে। এক্ষেত্রে ডিএপি সারের ব্যবহার বাড়নোর চেষ্টা করছে সরকার। তাতে ভালো মানের ফলন ও উৎপাদন বাড়বে।
Tag: English News lid news national
No comments: