Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পেলোসি ছিল ‘চীনের স্বপ্ন’: ট্রাম্প




তাইওয়ান সফরের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। পেলোসির এই সফর ‘চীনের স্বপ্ন’ ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। ট্রাম্প বলেন, পেলোসির এই সফরের কারণে চীন বৃহৎ আকারে সামরিক মহড়া শুরু করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে বেইজিং, যা ‘বিরোধ ও ঘৃণার কারণ হবে’। স্থানীয় সময় শুক্রবার (৫ আগস্ট) উইসকনসিনে প্রচারণামূলক এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘ন্যান্সি পেলোসি পাগল। সে তাইওয়ানে কী করছিল, সে ছিল চীনের স্বপ্ন। পেলোসি তাদের (চীন) একটি অজুহাত দিয়েছেন। বেইজিং শুধু একটি অজুহাত খুঁজছিল, তিনি (পেলোসি) সেটি দিয়েছেন।’ ট্রাম্প আরও বলেন, ‘পেলোসি যা কিছু স্পর্শ করেন তা বিশৃঙ্খলতা, ব্যাঘাতে পরিণত হয়। পাগল ন্যান্সি নিজেকে সম্পৃক্ত (চীন-তাইওয়ান ইস্যুতে) করে প্রচণ্ড বিরোধ ও ঘৃণার সৃষ্টি করেছেন।’ আরও পড়ুন: ফের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! ন্যান্সি পেলোসির বিতর্কিত সফর শেষ হওয়ার পরদিনই চীন তাদের ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়া শুরু করে। চীন ও তাইওয়ানের মধ্যে এ উত্তেজনা দীর্ঘমেয়াদি হলে বৈশ্বিক সরবরাহ (আমদানি-রফতানি বাণিজ্য) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (৩১ জুলাই) হাওয়াই দ্বীপ পরিদর্শনের মধ্য দিয়ে পেলোসির চার দিনব্যাপী এশিয়া সফর শুরু হয়। তবে তার সফরসূচিতে তাইওয়ান সফরের বিষয়টি উল্লেখ ছিল না। যদিও তার তাইওয়ান সফরের পরিকল্পনা কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল। সফরসূচি অনুযায়ী, সোমবার (১ আগস্ট) সিঙ্গাপুরে যান। মঙ্গলবার (২ আগস্ট) সফর করেন মালয়েশিয়া। এরপর সেখান থেকে তাইওয়ানের উদ্দেশে রওনা হন। পেলোসির এ সফর পুরো এশিয়াজুড়ে উত্তেজনা উসকে দিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply