স্বদেশীসহ মার্কিন সাংবাদিককে আটক করল তালেবান
স্বদেশীসহ মার্কিন সাংবাদিককে আটক করল তালেবান
আফগানিস্তানে সংবাদ সংগ্রহ করতে নিয়ে নাপাত্তা হয়েছেন গিয়েছিলেন আমেরিকান সাংবাদিক-পরিচালক ইভর শিয়ারার ও তার সঙ্গে থাকা আফগান প্রযোজক ফয়জুল্লা ফয়েজবক্স। ধারণা করা হচ্ছে, দু’জনকেই আটক করেছে তালেবান প্রশাসন।
বুধবার (১৭ আগস্ট) আফগানিস্তানের শেরপুরা অঞ্চলে সংবাদ ও ভিডিও সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। তারপর থেকে কোনও খবর মেলেনি এই দু’জনের।
জানা যায়, মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে যেখানে হত্যা করা হয়েছিল, সেই শেরপুরা অঞ্চলে ভিডিওচিত্র ধারণ করতে গিয়েছিলেন মার্কিন সাংবাদিক-পরিচালক ইভর শিয়ারার ও তার সঙ্গী আফগান প্রযোজক ফৈজ়ুল্লা ফৈজ়বক্স। সেখান থেকেই গত ১৭ অগস্ট দু’জনকেই আটক করে তালেবান প্রশাসন।
এদিকে, অবিলম্বে এই দু’জনকে মুক্তি দেয়ার আবেদন জানিয়েছে নিউ ইয়র্কের একটি সংবাদমাধ্যম।
সম্প্রতি ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) নামে একটি সংস্থা জানায়, শেরপুরায় আটক করা হয়েছে ইভর এবং ফয়জুল্লাকে। এর পরেই যুক্তরাষ্ট্রের ওই সম্প্রচারকারী সংস্থাটি সিপিজে-র সঙ্গে কথা বলে জানতে চায়, ইভর ও ফয়জুল্লা বর্তমানে কোথায়, কেমন আছেন।
এ প্রসঙ্গে সিপিজে আরও জানিয়েছে, ইভর-ফয়জুল্লার কাছে তাদের কাজকর্ম এবং সেই সংক্রান্ত অনুমতি রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। খতিয়ে দেখা হয় দু’জনের পরিচয়পত্র এবং পাসপোর্ট। দু’জনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের চর সন্দেহে ওই দু’জনকে আটক করেছিল আফগান পুলিশ। এরপরে ৫০ জন তালেবান গোয়েন্দা ওই দু’জনের চোখ বেঁধে অজ্ঞাত কোনও স্থানে নিয়ে যায়।
সিপিজে-র প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ ডি লা সারনা জানিয়েছেন, তালেবান ক্ষমতায় আসার পর থেকেই সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের ওপর আক্রমণ ক্রমাগত বেড়েছে। সূত্র- আনন্দবাজার অনলাইন
Tag: English News world
No comments: