সেই নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন
আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।
আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় খালাস পেলেন নূর হোসেন
এর আগে গত ১৪ জুলাই নূর হোসেনকে অস্ত্র মামলায় রায়ের দিন আদালতে উপস্থিত করতে না পারায় জেল সুপার মাহবুবুল আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন আদালত। এবং জেল সুপারকে সশরীরে এসে শোকজের জবাব দেয়ার জন্য বৃহস্পতিবার (৪ আগস্ট) সময় বেঁধে দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
Tag: English News politics

No comments: