অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াকে কেউ রুখতে পারবে না: তাজুল ইসলাম
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো অপশক্তি রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ গড়া সম্ভব হয়েছে। আর খুব শিগগিরই উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দু’দেশের সম্পর্ক বজায় থাকবে এবং উন্নয়নের জন্য একসাথে বন্ধুর মতো কাজ করে যাবে।
Tag: English News politics

No comments: