Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » Women’s Euro 2022: দিদির কীর্তি! ইউরোর ফাইনালে গোল করে জার্সি খুলে উল্লাস ইংল্যান্ডের ফুটবলারের




Women’s Euro 2022: দিদির কীর্তি! ইউরোর ফাইনালে গোল করে জার্সি খুলে উল্লাস ইংল্যান্ডের ফুটবলারের ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেন ইংল্যান্ডকে ইউরো কাপ জেতান ক্লোয়ি কেলি। গোল করে জার্সি খুলে উল্লাসে মাতেন ইংল্যান্ডের ফুটবলার। লর্ডসের বারান্দায় জার্সি খুলে ঘোরাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (বাঁদিকে)। জার্সি খুলে ছুটছেন কেলি। ছবি: টুইটার

বিস্ফোরণ। উচ্ছ্বাসের। তাতে ‘রক্তাক্ত’ যুবরাজ উইলিয়ামও। ক্লোয়ি কেলি গোল করার পরে যে ভাবে আসন ছেড়ে তিনি লাফিয়ে উঠলেন তাতে কোনও রাজকীয় আদবকায়দা ছিল না। ছিল এক ফুটবল সমর্থকের বাঁধনছাড়া উল্লাস। তখন ম্যাচের অতিরিক্ত সময়। ১১০ মিনিটে জার্মানির জালে বল জড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ফুটবলার ক্লোয়ি কেলি। আর ১০টা মিনিট পার করে দিতে পারলেই প্রথম বার মহিলাদের ইউরো কাপ জিতবে ইংল্যান্ড। বসে থাকতে পারছিলেন না ওয়েম্বলি স্টেডিয়ামের ৮০ হাজার ইংরেজ সমর্থক। উচ্ছ্বাস সামলাতে পারেননি কেলিও। বক্সের মধ্যে থেকে তাঁর ডান পায়ের টোকা দিয়ে মারা বলটা জার্মানির গোলে জড়িয়ে যেতেই ছুটতে শুরু করেন। দুটো হাত তখন কোমরে। সাদা জার্সি খানিকটা উপরে উঠে গিয়েছে। উন্মুক্ত কটি। এ কী কাণ্ড করতে চলেছেন কেলি! কয়েক সেকেন্ড থমকালেন নিজেই। অফসাইড না কি? না, গোল। আর রোখা যায়নি কেলিকে। গ্যালারিতে যুবরাজের উপস্থিতিও থামাতে পারেনি তাঁকে। মুহূর্তের মধ্যে জার্সি হাতে। ঊর্ধ্বাঙ্গে শুধু অন্তর্বাস। জার্সি হাতে ঘোরাতে ঘোরাতে কেলি ছুটে যাচ্ছেন কোচ সারিনা উইগম্যানের দিকে। সতীর্থরা তখন তাঁকে ছোঁয়ার জন্য ছুটছেন। কিন্তু নাগাল পাচ্ছেন না। শুধু ইউরো কাপে নয়, ইংল্যান্ডের জার্সিতে এটিই প্রথম গোল কেলির। আর সেই গোলেই ৫৬ বছরের খরা কাটল ইংল্যান্ডের ফুটবলে। ১৯৬৬ সালে ববি মুর, ববি চার্লটনরা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ইংল্যান্ডের ফুটবলে সাফল্যের সেই শুরু, সেটাই শেষ। পাঁচ যুগেরও বেশি সময় পরে বিশ্ব ফুটবলে ইংল্যান্ডকে বড় ট্রফি এনে দিলেন— বিশ্বাসই করতে পারছিলেন না কেলি। Advertisement






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply