মেসি-রোনালদোর রেকর্ড ভাঙলেন নেইমার
মেসি-রোনালদোর রেকর্ড ভাঙলেন নেইমার
ছবি- সংগৃহীত
নতুন মৌসুমের শুরু থেকে ফর্মে আছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পিএসজির হয়ে গত কয়েক মৌসুমের ব্যর্থতা যেন এই এক মৌসুমেই কাটিয়ে তোলার পরিকল্পনা ব্রাজিলিয়ান এই সুপারস্টারের।
ইতোমধ্যে প্রথম ছয় ম্যাচে ৯ গোলের পাশাপাশি ৬ গোল করে ফেলেছেন নেইমার। লিগ ওয়ানের ম্যাচে ৩১ আগস্ট রাতে তুলোসের বিপক্ষে পিএসজির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও গোল পেয়েছেন নেইমার। আর এই গোলের মধ্য দিয়ে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন সেলেসাওদের এই তারকা।
তুলোসের বিপক্ষে গোলের মধ্য দিয়ে ক্লাব এবং জাতীয় দলের হয়ে টানা ১৬ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের কীর্তি গড়লেন নেইমার। এর মাধ্যমে নেইমার পেরিয়ে গেলেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং রোনালদোকে। এই দুই তারকা টানা ১৫ ম্যাচে গড়েছিলেন গোল কিংবা অ্যাসিস্টের কীর্তি।
পিএসজির হয়ে গোল এবং অ্যাসিস্টের পাশাপাশি ব্রাজিলের জার্সিতে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষেও গোল পেয়েছেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ গোলের পর জাপানের বিপক্ষে নেইমারের একমাত্র গোলে জিতেছিল ব্রাজিল।
তুলোসের বিপক্ষে ম্যাচে নেইমার ছাড়া গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেও। এদিকে গোল না পেলেও টানা অ্যাসিস্ট করেই যাচ্ছেন মেসি। শেষ ম্যাচেও জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি।
Tag: English News games lid news world
No comments: