Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শ্রদ্ধা জানাতে ফ্রান্সের মেট্রো স্টেশনে রানির নামফলক




ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্রান্সের একটি মেট্রো স্টেশনে একদিনের জন্য তার নামফলক বসানো হয়েছে। রানির প্রতি ফ্রান্সবাসীর শ্রদ্ধার অংশ হিসেবেই এ নামকরণ বলে জানিয়েছে স্থানীয় স্টেশন কর্তৃপক্ষ। মৃত্যুর পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে নানাভাবে শোক-শ্রদ্ধায় স্মরণ করছে বিশ্ববাসী। ফ্রান্সও ব্যতিক্রম নয়। রানিকে সমাহিত করার দিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে রাজধানী প্যারিসের শঁজেলিজে এলাকার জর্জ সেংক মেট্রো স্টেশনটিতে একদিনের জন্য তার নামফলক বসানো হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) মেট্রো স্টেশনটির এক পাশে রাজা পঞ্চম জর্জের নামফলকের পাশাপাশি স্টেশনটির ভেতরে অপরপাশে লেখা হয় ‘এলিজাবেথ টু’। এদিন ফলকের পাশে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায় অনেক যাত্রীকে। তারা বলছেন, স্টেশনে রানির নামফলক বসানো তার প্রতি ফ্রান্সবাসীর শ্রদ্ধা নিবেদনের একটি বড় নিদর্শন। রানির দাদার নামানুসারে স্টেশনটির নামকরণ করা হয় রাজা পঞ্চম জর্জ। যদিও স্টেশনটি জর্জ সেংক নামেই বেশি পরিচিত। ১৯১০ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ব্রিটেনে রাজত্ব করেছিলেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রতি ব্রিটিশ সমর্থনের অংশ হিসেবে ১৯২০ সালের ২৭ মে স্টেশনটি রাজা পঞ্চম জর্জের নামে নামকরণ করা হয়। আরও পড়ুন: শোক-ভালোবাসায় চিরশায়িত রানি দ্বিতীয় এলিজাবেথ বালমোরাল প্রাসাদে গত ৮ সেপ্টেম্বর মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। এরপর স্কটল্যান্ড থেকে শুরু হয়েছিল শেষযাত্রা। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তার কফিন পৌঁছায় লন্ডনে। নানা আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাহিত হন সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটিশ সিংহাসনের অধিষ্ঠাত্রী এলিজাবেথ টু।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply