Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রানির বিদায়, যুবরাজ হ্যারিকে নিয়ে নতুন বিতর্ক




ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। তার সামনে দাঁড়িয়ে রাজপরিবারের সদস্যরা গাইছেন জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’। কিন্তু সেই গানে গলা মেলাতে দেখা গেল না যুবরাজ হ্যারিকে! এমন অভিযোগ ঘিরেই নতুন বিতর্ক দানা বাঁধল ব্রিটেনের রাজপরিবারে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রানিকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছিলেন একাধিক দেশের রাষ্ট্রনেতা। দুই হাজারেরও বেশি শোকার্ত অতিথির ভিড় চোখে পড়েছে। তবে আলাদা করে নজর কেড়েছেন হ্যারি। একটি ভিডিওতে দেখা গেছে, ‘গড সেভ দ্য কিং’ যখন গাওয়া হচ্ছে, তখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন হ্যারি। তাহলে কি তিনি সেই সময় জাতীয় সংগীতে গলা মেলাননি? এ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন, হ্যারি গলা মিলিয়েছেন। আবার কারো দাবি, হ্যারি সেই সময় জাতীয় সংগীত গাননি। এ নিয়ে জোর তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে। এ ব্যাপারে এখনও হ্যারি বা ব্রিটেনের রাজপরিবারের তরফে কেউ মুখ খোলেননি। আরও পড়ুন: শোক-ভালোবাসায় চিরশায়িত রানি দ্বিতীয় এলিজাবেথ প্রসঙ্গত, হ্যারির সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের দূরত্বের কথা সর্বজনবিদিত। স্ত্রী মেগানকে নিয়ে রাজপরিবারের সংসর্গ ছেড়ে বর্তমানে আমেরিকায় থাকেন হ্যারি। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল যুক্তরাজ্যে। হ্যারির এই সিদ্ধান্ত রাজপরিবার ভালো চোখে নেয়নি বলেই দেশটির একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল। রানির প্রয়াণের পর সম্প্রতি একটি ব্রিটিশ ট্যাবলয়েডে দাবি করা হয়েছে, চার্লস হ্যারিকে বলেন, এই রকম দুঃখের সময়ে প্রাসাদে মেগানকে আনা যথাযথ হবে না। কারণ হিসেবে চার্লস জানান, উইলিয়ামপত্নী কেটও আসবেন না। একেবারে পরিবারের কাছের লোকজনকে ডাকা হয়েছে। বারবার করে বলে দেন, মেগান যেন না আসেন। অনেকের ধারণা, হ্যারির থেকে কয়েক বছরের বড় ও অশ্বেতাঙ্গ মেগানকে রাজপরিবারের বধূ হিসেবে মানতে পারেননি পরিবারের অনেকে। সেই থেকেই দূরত্ব রচনা হয়। এই ঘটনাপ্রবাহের আবহে দাদির শেষকৃত্যে জাতীয় সংগীত গাননি বলে হ্যারির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নতুন করে বিতর্ক বাড়াল বলেই মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply