SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » প্রিন্স উইলিয়াম-হ্যারির চোখে কেমন ‘সৎমা’ ক্যামিলা
প্রিন্স উইলিয়াম-হ্যারির চোখে কেমন ‘সৎমা’ ক্যামিলা

ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার রূপকথার সেই আলোচিত বিয়ে শেষ হয়েছিল বিচ্ছেদের তিক্ততায়। এর এই বিয়ে ভাঙার পেছনে যাবে দায়ী করা হয়, তিনি তার কেউ নয়, রাজা তৃতীয় চার্লসের বর্তমান স্ত্রী ক্যামিলা। প্রচণ্ড জনপ্রিয় প্রিন্সেস ডায়ানার সঙ্গে চার্লসের ডিভোর্সের পর নিজেকে চার্লসের স্ত্রী হিসেবে গ্রহণযোগ্য করে তুলতে ক্যামেলিয়াকে ডিঙাতে হয়েছে বিতর্কের পাহাড়। বছরের পর বছর ধরে, ক্যামিলা নিন্দিত হয়েছেন চার্লস-ডায়ানার রূপকথার রাজকীয় প্রেমের গল্পকে ভেঙে দেওয়ার জন্য। তবে এক সময় নিজের গ্রহণযোগ্যতা ঠিকই অর্জন করে নেন ক্যামিলা। এমনকি সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথও ঘোষণা দেন তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলাকে ‘কুইন কনসর্ট’ উপাধি দেওয়া হবে। তবে রাজপরিবারে গ্রহণযোগ্যতা পেলেও চার্লস-ডায়ানার দুই সন্তান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির চোখে কেমন ক্যামিলা? সেই প্রশ্নের উত্তর অবশ্য অনেক আগে সেই ২০০৫ সালে চার্লসের সঙ্গে ক্যামিলার বিয়ের পরপরই দিয়েছেন প্রিন্স হ্যারি। জানিয়েছেন, ক্যামিলা মোটেও খারাপ সৎ মায়ের মতো নন। প্রিন্স হ্যারি মতে, তিনি একজন ‘বিস্ময়কর নারী’ যিনি আমাদের বাবাকে খুব, খুব সুখী করেছেন, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যারি বলেছিলেন, উইলিয়াম এবং আমিও তাকে ভালোবাসি। সূত্র: এএফপি


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply