মেহেরপুরে স্বর্ণের বারসহ দুইজন আটক।
বুধবার সকালে মেহেরপুর বড় বাজার জোৎস্না বেকারির সামনে থেকে ৬টি স্বর্ণের বার সহ মাসুদ ও কানিজ ফাতিমা লিপি নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে মাসুদ ও ঢাকা মগবাজারের শেখ আশরাফুলের স্ত্রী কানিজ ফাতেমা আক্তার লিপি।
গোপন সুত্রে খবর পেয়ে আজ সকালে মেহেরপুর শহরের প্রধান সড়কের বড় বাজর মোড়ে জোসনা বেকারির সামনে থেকে তাদেরকে আটক করে।
মেহেরপুর থানা পুলিশ জানায়, ঢাকা থেকে আজ ভোর রাতে তারা মেহেরপুরে এসে পৌছায়। তারা ২টি করে স্বর্ণের বার একত্রিত করে কালো টেপ দিয়ে প্যাচানো অবস্থায় তিনটি প্যাকেটে মোট ৬ টি স্বর্ণের বার বহন করে মেহেরপুরে নিয়ে আসে। তারা শহরের বাসস্ট্যান্ড থেকে রিক্সাতে কাথুলী বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। পথের মধ্যে জোসনা বেকারির সামনে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হতে মেহেরপুর হয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় মেহেরপুরের জোসনা বেকারির সামনে থেকে মাসুদ ও কানিজ ফাতিমা লিপিকে দুই জনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৫৪লক্ষ টাকা। আসামীদের নামে মামলা প্রক্রিয়াধীন
Tag: Zilla News
No comments: