ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান পুতিন
ইউক্রেনের সংঘাত নিয়ে নয়াদিল্লির উদ্বেগ সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে, এ সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ করতে চান বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া পুতিন-মোদির এক বৈঠকের সারসংক্ষেপের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ছবি: রয়টার্স
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা ব্লকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে বলেন, ‘আমি জানি যে বর্তমান যুগ যুদ্ধের যুগ নয় এবং এ নিয়ে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলেছি। গণতন্ত্র, কূটনীতি এবং সংলাপ বিশ্বকে একত্রিত করেছে।’
কিন্তু পুতিন বলেন, ‘কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধক্ষেত্রে তারা তাদের নিজস্ব লক্ষ্য অর্জন করতে চায়।’
উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের সাইডলাইনে পুতিন মোদিকে বলেন, ‘ইউক্রেনের সংঘাত নিয়ে আপনার অবস্থান, আপনার উদ্বেগ সম্পর্কে আমি জানি। আমরা যত দ্রুত সম্ভব এটি বন্ধ করার জন্য সবকিছু করব। তবে দুর্ভাগ্যবশত, বিরোধী পক্ষ অর্থাৎ ইউক্রেনের নেতৃত্ব আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। তারা সামরিক উপায়ে তাদের লক্ষ্য অর্জন করতে চায়।’
আরও পড়ুন: সমরকন্দে এসসিও সম্মেলনে পুতিন-মোদির বৈঠক
নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধের সময়কার সম্পর্ক রয়েছে এবং রাশিয়া এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।
এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকেও একই রকম মন্তব্য করেন পুতিন। বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে বেইজিংয়ের উদ্বেগের বিষয়টি বুঝতে পেরেছেন তিনি।
ইউক্রেনে আক্রমণের জন্য পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়ে চীন ও ভারত উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে রাশিয়া।
গেল ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন দিক থেকে প্রতিবেশী দেশে তার সশস্ত্র বাহিনী পাঠানোর পর রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে।
মস্কো বলছে, ইউক্রেনকে পশ্চিমা আগ্রাসনের ‘প্ল্যাটফর্ম’ হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং রুশ ভাষাভাষীদের রক্ষা করার জন্য তাদের এ ‘বিশেষ সামরিক অভিযান’ প্রয়োজনীয় ছিল।
Tag: English News others world
No comments: