পাকিস্তানে মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করেছে সংস্থাটি। বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে পাকিস্তান সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ অবস্থায় পাকিস্তানকে ৭০ লাখ ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জাপান।
ছবি: বিবিসি
পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় দিন দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। খাদ্য, বাসস্থানসহ নানা সংকটে অনাহারে দিন কাটাচ্ছেন তিন কোটির বেশি মানুষ।
বিপর্যস্ত পাকিস্তানে মানবিক বিপর্যয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরমধ্যেই বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে পাকিস্তান সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বন্যায় দেশটির শত শত স্বাস্থ্যকেন্দ্র তলিয়ে গেছে। বন্যার পানিতে সব হারিয়ে দেশটির অনেক মানুষ যখন নিঃস্ব, তখন দেখা দিয়েছে নতুন আরেক শঙ্কা। দেশটিতে পানিবাহিত রোগ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে এখন উপচে পড়া ভিড়। পর্যাপ্ত লোকবল ও জায়গার অভাবে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, বাড়ছে পানিবাহিত রোগ
পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ।
এছাড়া বন্যায় পাকিস্তানের অনেক ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রভাব সরাসরি পড়ছে পাকিস্তানের অর্থনীতিতে। এরমধ্যেই পাকিস্তানকে ৭০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জাপান। এছাড়া সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কাতার, চীন ও সংযুক্ত আরব আমিরাত।
Tag: English News world
No comments: