ব্রাজিলে গুদামের কংক্রিট ধসে ৯ জনের মৃত্যু
ব্রাজিলের সাও পাউলো শহরের কাছে একটি গুদামের কংক্রিটের কাঠামো ধসে অন্তত ৯ জন মারা গেছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)পার্লামেন্ট নির্বাচনের দুজন প্রার্থীর গুদাম পরিদর্শনকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কংগ্রেসের প্রার্থী জনস ডোনিজেট ও এলি সান্তোস ব্রাজিলের কন্টেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শনকালে গুদামটির কংক্রিটের একটি কাঠামোর অংশবিশেষ তাদের ও কোম্পানির কর্মীদের ওপর ধসে পড়ে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ডোনিজেট জানান, তাকে এবং সান্তোস উভয়কে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, এ ধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলে আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্যের মৃত্যু
দমকল বিভাগ আরও জানায়, ধ্বংসাবশেষ থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আরও মানুষ আটকা আছেন বলে ধারণা করছেন উদ্ধারকারী দল।
Tag: English News others world
No comments: