Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ষোলোর পুনরাবৃত্তি নয়, শিরোপা চায় বাংলাদেশ




ষোলোর পুনরাবৃত্তি নয়, শিরোপা চায় বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১৬ সালের আসরে ফাইনালে হার। ভারতের বিপক্ষে সেদিনের আক্ষেপ মেটানোর আরেকটি সুযোগ এসেছে নারী দলের সামনে। স্বাগতিক নেপালে বিপক্ষে সোমবার ফাইনালে পুরোনো ভুল নয়, শিরোপায় চোখ বিধে রেখেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। Google News চ্যানেল আই’র সর্বশেষ খবর ও বিনোদন গুগল নিউজ চ্যানেলে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় হার উপহার দিয়ে উজ্জিবিত আছেন সাবিনা খাতুন কোং। শিরোপার মঞ্চে নামার আগে রয়েছেন যথেষ্ট আত্মবিশ্বাসী। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, ডিফেন্ডার মাসুরা পারভীন হয়ে ফরোয়ার্ড মারিয়া মান্ডা— প্রথম দিনের অনুশীলন শেষে সবাই জানালেন, ভুলের পুনরাবৃত্তি নয়, সর্বোচ্চ দিয়ে লড়বেন তারা। Sarkas ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অন্যতম ফেবারিট নেপাল। অন্যদিকে, অপ্রতিরোধ্য বাংলাদেশ গ্রুপপর্ব ও সেমি মিলিয়ে চার প্রতিপক্ষকে দিয়েছে ১৮ গোল। এসময় বাংলাদেশের ডিফেন্ডাররা অক্ষত রেখেছেন নিজেদের গোলপোস্ট। শিরোপার মঞ্চেও ‘গোল খাবো না’ মন্ত্রে বহাল থাকবে দল, জানিয়েছেন রক্ষণভাগের প্রহরী মাসুরা পারভীন। ডিফেন্সের দায়িত্ব সামলানোর পাশাপাশি দুটি গোলও পেয়েছেন মাসুরা, নিজের এমন পারফর্মে খুশি তিনি, ‘আমি সাধারণত নিচে খেলি, দুটি গোল পেয়ে যাওয়ায় খুব ভালো লাগছে।’ নিজেদের পরিকল্পনা জানাতে মাসুরা বলেছেন, ‘আমরা গোল কনসিভ করব না— বলে যে কথাটা বলে আসছি, সেটা রাখতে পেরেছি। ফাইনালেও নিজেদের জাল অক্ষত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। নেপাল শক্তিশালী দল, আমাদের সর্বোচ্চ দিয়ে শিরোপার জন্যই লড়ব।’ শিরোপার লক্ষ্যে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানেজার বাবুও। জানিয়েছেন, ২০১৬ সালে খেলা বাংলাদেশ দলের সঙ্গে এবারের দলের শক্তি-সামর্থ্য এবং সম্ভাবনা অনেকগুণ বেশি। দলের সবাই ফিট আছে বলেও জানিয়েছেন তিনি। দলের আক্রমণের তারকা মারিয়া মান্ডা চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান দেশে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply