Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিমানের নতুন প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র




জ্বালানি তেলের পরিবর্তে পুরোপুরি বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান উড়ল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আকাশে। বিমানটির নাম অ্যালিস, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট মিনিটের সংক্ষিপ্ত যাত্রা করে এ বিমানটি। যদিও উদ্বোধনী যাত্রায় কোনো যাত্রী ছিলেন না। অ্যাভিয়েশন এয়ারক্রাফট নামে ইসরায়েলের একটি বিমান সংস্থা এটি তৈরি করেছে। প্রথম উড়ানোর সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ ফুট ওপরে ওঠেছিল এটি। সংস্থাটির প্রেসিডেন্ট গ্রেগরি ডেভিস এই উড়ানোকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘পঞ্চাশের দশকের পর এই প্রথম বিমানে পুরোপুরি নতুন প্রযুক্তি ব্যবহৃত হলো।’ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎচালিত গাড়ি বা মোবাইল ফোনের মতোই মাত্র আধা ঘণ্টায় চার্জ দেয়া যাবে এই বিমানটিতে। নয়জন যাত্রীকে নিয়ে সেটি এক ঘণ্টা আকাশে উড়তে পারবে। গতি হবে ঘণ্টাপ্রতি প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ নটস বা ২৮৭ মাইল গতিবেগে যেতে পারে অ্যালিস। মঙ্গলবারের প্রথম উড়ালের পর এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করবে অ্যাভিয়েশন। আরও পড়ুন: বিমান টিকিটের দাম ২৭ হাজার ডলার! ২০১৫ সালের এ সংস্থাটির আশা ছিল, আর মাত্র কয়েক বছরের মধ্যে সেটি যাত্রী পরিবহনে সক্ষম করে তুলতে পারবে তারা। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৭ সালের মধ্যেই এই বিমানটি যাত্রীদের নিয়ে যাতায়াত করতে পারবে বলে মনে করছে অ্যাভিয়েশন। First all-electric plane takes flight – watch the video | WRAL TechWire বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রীবাহী বিলাসবহুল (এক্সিকিউটিভ) এবং মালবাহী বিমান আপাতত অ্যালিসের এই তিনটি সংস্করণ পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। যাত্রীবাহী বিমানে নয়জন যাত্রীসহ দুজন পাইলট বসতে পারবেন। এক্সিকিউটিভ বিমানে হাত-পা ছড়িয়ে ছয়জন যাত্রীর জায়গা হবে। অন্যদিকে মালবাহী অ্যালিসে আয়তনের ৪৫০ ঘনফুট জায়গায় মালপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply