বদলি নেমে সনের হ্যাটট্রিক, বিধ্বস্ত লেস্টার
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত গোল, গোল এবং গোল। ছয় মিনিটে শুরু হয়ে গোলের যে খেলা থেমেছে ৮৬ মিনিটে। প্রথমার্ধে ওই খেলায় লেস্টার সিটি চোখে চোখ রেখে স্পার্সদের বিপক্ষে লড়লেও, দ্বিতীয়ার্ধে সন হিউয়েং মিন ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে লেস্টারকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে।
ম্যাচের ছয় মিনিটে স্পার্সদের মাঠে গিয়ে প্রথম গোল করে লেস্টার। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়াম মিডফিল্ডার তালিম্যানস। দুই মিনিট পরেই সমতায় ফেরে অ্যান্তোনি কন্তের দল। গোল করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
ম্যাচের ২১ মিনিটে দ্বিতীয় গোল করে টটেনহ্যাম। এরিক ডায়ার দলকে এগিয়ে নেন। কিন্তু ওই লিডের স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি স্পার্সরা। ৪১ মিনিটে লেস্টারের ম্যাডিসন ম্যাচে সমতা আনেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় স্বাগতিক টটেনহ্যাম। বেনটাঙ্কুর ৪৭ মিনিটে গোল করেন। ম্যাচের ৫৯ মিনিটে রিচার্লিসনের বদলি হয়ে নামেন এশিয়ান স্টার সন মিন। ৭৩ মিনিটে তিনি দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে নেন। তাকে গোল করান বেনটাঙ্কুর।
ম্যাচের ৮৪ মিনিটে আবার গোল করেন দক্ষিণ কোরিয়ান স্টার সন। তার ওই গোলের কারিগর হ্যারি কেন। এরপর ৮৬ মিনিটে দলের ৬-২ গোলের জয় নিশ্চিতের সঙ্গে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তাকে ওই গোল করান হজিবার্গ।
Tag: English News games lid news world
No comments: