Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সাকিবের যোগদানে ‘আলাদিনের চেরাগ’ হাতে পেল গায়ানা




ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিবের যোগদানের পরই যেন ‘আলাদিনের চেরাগ’ হাতে পেল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। নিজেদের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল গায়ানা। হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছিল দলটি। এমন পরিস্থিতিতে গায়নায় যোগ দেন বাংলাদেশ টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। এর পর টানা চার ম্যাচে জয় নিয়ে দ্বিতীয় হয়ে প্লে-অফের টিকিট কাটল হেটমায়ারের দল। এখন সাকিবের পিঠে উড়েই ফাইনাল খেলার স্বপ্নে বিভোর গায়ানা। সুযোগ রয়েছে দুটি। মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে আবার বার্বাডোজকে হারালে সোজা ফাইনালের টিকিট কাটবে সাকিবের দল। হারলেও থাকবে সুযোগ। সে ক্ষেত্রে এলিমিনেটর খেলা সেইন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার জয়ী দলের বিপক্ষে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এ মুহূর্তে সমান ১০ ম্যাচ খেলে ফেলেছে সিপিএলের ৬ দল। ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্বাডোজ রয়ালস। ৫ জয় ও ৪ হারে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাকিবের গায়ানা ওয়ারিয়র্স। একটি করে জয় কম নিয়ে ৯ পয়েন্ট অর্জন করে ৩য় ও ৪র্থ অবস্থানে যথাক্রমে সেন্ট লুসিয়া ও জ্যামাইকা। এবারের সিপিএল অংশ নিয়ে প্রথম দুই ম্যাচে অবশ্য রানের খাতাই খুলতে পারেননি সাকিব আল হাসান। গোল্ডেন ডাকের লজ্জায় ডুবেন। কিন্তু পরের দুই ম্যাচেই একেবারে উল্টো ফর্মে। পর পর দুই ম্যাচে তারই অলরাউন্ডিং পারফরম্যান্সে দল জিতল। দুবারই ম্যাচসেরার পুরস্কার উঠল বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের হাতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply