Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » প্রশান্ত মহাসাগরে যৌথ টহলে নামছে চীন-রাশিয়া




প্রশান্ত মহাসাগরে যৌথ টহলে নামছে চীন-রাশিয়া প্রশান্ত মহাসাগরে যৌথ টহলের আয়োজন করছে রাশিয়া ও চীন। গত এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশ দুটি এমন আয়োজনে অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরে যৌথ এ টহলে ৮টি জাহাজ অংশ নেবে। মূলত, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সহায়তার লক্ষ্য নিয়ে এ টহলের আয়োজন করা হচ্ছে। তবে প্রশান্ত মহাসাগরের ঠিক কোন অংশে এ টহল চলবে তা বার্তায় বলা হয়নি। এছাড়া সামুদ্রিকসম্পদ রক্ষা করাও এ টহলের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ইঙ্গিত দেয়া হয়েছে, এ টহল জাপানের উত্তরে জোরদার করা হচ্ছে। আরও পড়ুন: চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় যুক্তরাষ্ট্র রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক সামরিক সহায়তার অংশ হিসেবে গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো যৌথ টহলের আয়োজন করা হয়েছিল। এবারের টহলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মার্শাল শাপোশনিকভসহ সোভারশেনি, গ্রোমকি ও আলধার সিডেনঝাপোভ রণতরী ও মাঝারি আকৃতির নৌ-ট্যাংকার অংশ নিচ্ছে। অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি নানচ্যাং ডেস্ট্রয়ার, ইয়ানচ্যাং ফ্রিগেট ও রসদ সরবরাহ জাহাজ ডংপিংহু নিয়ে টহলে অংশ নিচ্ছে। ঠিক কত দিন এ টহল চলবে সে বিষয়ে আরটির প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply