Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সেতুপতির মতো ‘অভিনয় করার কথা’ স্বপ্নেও ভাবেন না হৃতিক!




বেশ বড় একটি বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন। ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘বিক্রম বেদা’। এই সিনেমাকে কেন্দ্র করে বিজয় সেতুপতির সঙ্গে তুলনা করলে বিরক্ত বোধ করেন না হৃতিক! এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এতদিন পর বলিউড কামব্যাক করা নিয়ে দিল্লিতে এক প্রেস কনফারেন্সে মুখ খুলেছেন হৃতিক। গণমাধ্যমকে হৃতিক এ দিন বলেন, “এটার বিষয় আমার কিছু করার নেই।’ তিনি আরও বলেন, “আমি আমার অংশ করেছি। আমার নিয়ন্ত্রণে একমাত্র জিনিস হল আমার সেরাটা দেওয়া। এইটুকুই। একটাই প্রার্থনা আছে যা আমি প্রতিদিন বলি: 'আমি যা করতে পারি তা পরিবর্তন করার জন্য আমাকে সাহস দিন, যা পরিবর্তন করা যায় না তা গ্রহণ করার প্রশান্তি দিন এবং পার্থক্যটি জানার অন্তর্দৃষ্টি দিন'। একবার এতটুকু জানতে পারলেই আমি সন্তুষ্ট।” তামিল সিনেমাতে বিজয় সেতুপতি যেভাবে চরিত্রটাকে তুলে ধরেছে, তা পুনরাবৃত্তি করতে পারবেন না জানিয়েছেন হৃতিক। অভিনেতা জানান, আমি জানি বিজয় সেতুপতি এক অংশটি কতটা আশ্চর্যজনকভাবে করেছিলেন। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমি সেই স্তরটি অর্জন করব। তবুও, আমি আমার সেরাটা দিয়েছি। আমি যা করেছি তাতে আমি খুশি। এ দিন হৃতিক আরও জানান, আপনি যখন একটি চরিত্র করেন, যা করা হয়েছে তা পুনরাবৃত্তি করতে পারবেন না। আপনি যদি মনে করেন 'ও এটা করেছে, তাই আমিও এটাই করব', এইটা ভাবাটা খুব একটা বুদ্ধিমানের বিষয় না। সহজ কথা হল, প্রত্যেকটা ব্যক্তি আলাদা। সুতরাং, যদি আমি এটাকে যেভাবে দেখি সেভাবেই করি তাহলে এটি নিজে থেকেই ভিন্ন, নতুন এবং সৎ হবে। তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই সিনেমা। তামিল হিট 'বিক্রম বেদা'তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। তামিল সিনেমার পরিচালনার পাশাপাশি হিন্দির সিনেমার পরিচালকের আসনে পুষ্কর এবং গায়ত্রী। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমাতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সাইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। এই সিনেমাতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়ে এগোবে সিনেমার গল্প। সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। সূত্রঃ হিন্দুস্তান টাইমস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply