Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লিজ ট্রাসের মন্ত্রিসভায় থাকতে পারেন যারা




লিজ ট্রাসের মন্ত্রিসভায় থাকতে পারেন যারা কয়েক সপ্তাহের নেতৃত্বের লড়াই শেষে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। লিজ ট্রাস ও তার নেতৃত্বাধীন নতুন সরকারকে আনুষ্ঠানিক অনুমোদন দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত ছয় বছরের মধ্যে ক্ষমতাসীন টোরি তথা কনজারভেটিভ পার্টির চতুর্থ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। শপথ নেয়ার পরই মন্ত্রিসভা গঠন করবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দলের অনুগত এমপিদের নিয়েই নিজের মন্ত্রিসভা সাজাবেন ট্রাস। গার্ডিয়ানের প্রতিবেদন মতে, ট্রাস জেমস ক্লেভারলিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। ক্লেভারলি বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সুয়েলা ব্রাভারম্যান ও কোয়াসি কোয়ার্টেংকে যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী নিয়োগ করা হতে পারে। এছাড়া আরও যারা ট্রাসের মন্ত্রিসভায় থাকতে পারেন- মার্ক ফুলব্রুক ফুলব্রুক একজন রাজনৈতিক পরামর্শদাতা। কনজারভেটিভ দলের সাবেক একজন কর্মকর্তা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রাসের প্রচারণা দলের সহপরিচালক হিসেবে কাজ করেছেন ফুলব্রুক। রুথ পোর্টার রুথ পোর্টার হলেন ট্রাসের একজন সাবেক বিশেষ উপদেষ্টা। তিনি এফজিএস গ্লোবাল নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া ‘ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যাফেয়ার্সে’র একজন সাবেক শিক্ষার্থী। তিনি ট্রাসের সহপ্রচার পরিচালক ছিলেন। অ্যাডাম জোনস পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় লিজ ট্রাসের মিডিয়াবিষয়ক বিশেষ উপদেষ্টাদের একজন ছিলেন অ্যাডাম জোনস। তিনি লিজের যোগাযোগ পরিচালকদের একজন হবেন বলে আশা করা হচ্ছে। সাইমন ম্যাকগি সাইমন একজন সাবেক সরকারি কর্মকর্তা। এক সময় সাংবাদিকতা করেছেন। তিনি বরিস জনসনের পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। ডেভিড ক্যানজিনি ডেভিড ক্যানজিনি ফুলব্রুকের সাবেক সহকর্মী। বরিস জনসনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তা। জেসন স্টেইন লিজ ট্রাসের সাবেক সহকর্মী। অর্থ মন্ত্রণালয়ে একসঙ্গে কাজ করেছেন তারা। এখন তিনি এফজিএস গ্লোবালের সঙ্গে কাজ করছেন। ট্রাসের প্রচার দলে কাজ করেছেন। সারাহ লুডলো ট্রাসের একজন বিশেষ উপদেষ্টা লুডলো। এছাড়া তিনি তার প্রচার দলের মিডিয়া শাখায় কাজ করেছেন। সোফি জার্ভিস লিজ ট্রাসের প্রচারণা দলের একজন সোফি জার্ভিস। বিশেষ উপদেষ্টাও ছিলেন। প্রচারণার সময় দলের এমপিদের সঙ্গে যোগাযোগ বিষয়ে কাজ করছিলেন সোফি। শেরিডান ওয়েস্টলেক শেরিডান মূলত বিভিন্ন কৌশল বিষয়ে কাজ করেন। ডেভিড ক্যামেরন থেকে শুরু করে সব প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে (দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন) কাজ করেছেন। জেমস বোলার যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের স্থায়ী সচিব। সরকারি এই চাকরিজীবীর সঙ্গে ট্রাসের সুসম্পর্ক রয়েছে। তিনি মন্ত্রিপরিষদ সচিব হতে পারেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply