ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণে ৮ হাজার ৭১১ কোটি টাকা চায় নির্বাচন কমিশন
ি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নতুন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিন ইসির মুলতবি সভায় নতুন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত হয়। অনুমোদন দেয়া এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি টাকা। ইভিএম কেনাসহ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এ অর্থ চায় ইসি।
প্রকল্পটি পরিকল্পনা কমিশন যাচাইবাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হবে।
এর আগে গত বুধবার কমিশন সভায় দাম যাচাই না হওয়ায় সভা মুলতবি রাখা হয়। নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম ৭০-৮০ আসনে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন মো. আলমগীর। বাকি আসনে ইভিএম ব্যবহারের জন্য নতুন প্রকল্প নেয়া হয়েছে।
Tag: English News lid news national
No comments: