যুক্তরাষ্ট্রে এবার স্কুলের বাইরে বন্দুক হামলা
এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্কুলের বাইরে বন্দুক হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। এতে আহত হয়েছেন অন্তত ছয় জন। গত মে মাসে টেক্সাসের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এ হামলার ঘটনা ঘটলো। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষনিক পদক্ষেপে এড়ানো গেছে বড় ধরনের প্রাণহানি। হামলাকারীদের ধরতে চলছে তল্লাশি অভিযান।
স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অকল্যান্ড শহরের একটি হাইস্কুলের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাত এক বন্দুকধারী। খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশপাশের এলাকা ঘিরে চলে পুলিশের অভিযান।
তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আবারও হামলার আশঙ্কায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। হামলাকারীকে ধরতে চলে তল্লাশি অভিযান এবং তাকে না পাওয়া পর্যন্ত শহরের বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্কুলের আশপাশের এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে পুলিশ।
অক্যালন্ডের পুলিশ কর্মকর্তা ড্যারিন অ্যালিসন বলেন, যারা আহত হয়েছেন তাদের সবারই বয়স ১৮ বছরের উপরে। এ ঘটনায় শিশুদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। অভিবাভকরাও খুবই চিন্তায় আছেন। তাদের বলতে চাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। হামলাকারীকে ধরতে আমাদের সবধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের বিভিন্ন দল এই বিষয়ে কাজ করছে।
আরও পড়ুন: লাস ভেগাসে বন্দুক হামলা, নিহত ১
এর আগে, গত মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদি শহরের একটি স্কুলে বন্দুকধারীর নৃশংসহ হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় দেশটির স্কুলগুলোতে এখনও চরম আতঙ্ক বিরাজ করছে। ঐ হামলার রেশ কাটতে না কাটতে নতুন করে অকল্যান্ডের এই হামলার ঘটনা ঘটলো।
এদিকে এই হামলার ঘটনায় এরই মধ্যে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। নতুন করে হামলার শঙ্কায় নেয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।
Tag: English News lid news world
No comments: