Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লিগ আঁ মেসির গোলে জিতল পিএসজি




মেসি–নেইমার–এমবাপ্পেদের কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে লিওঁ? উত্তরটা পেতে অপেক্ষা করতে হলো মাত্র ৫ মিনিট। লিওঁয়ের মাঠে মেসিরা যে গোল পেয়ে গেলেন পঞ্চম মিনিটেই। নেইমারের পাস থেকে বাঁ পায়ে গোলটা করলেন মেসিই। তবে এরপর আর লিওঁয়ের জালে বল পাঠাতে পারেনি প্যারিস সেন্ট–জার্মেই। পিএসজি নামেই বেশি পরিচিত দলটি জিতেছে আর্জেন্টাইন মহাতারকার দেওয়া একমাত্র গোলেই। অষ্টম ম্যাচে পাওয়া সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে অলিম্পিক মার্শেইকে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে পিএসজি। ঘণ্টা কয়েক আগে স্তাদ রেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে পিএসজিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল মার্শেই। লিওঁ যে আর গোল খায়নি, সেটির পুরো কৃতিত্বই দলটির গোলরক্ষক আন্তনি লোপেসের। অন্তত পাঁচটি গোল বাঁচিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক। মেসি–নেইমার–এমবাপ্পেদের আরও কিছু চেষ্টা ব্যর্থ করেছেন লিওঁয়ের রক্ষণভাগের খেলোয়াড়েরা। সুযোগ অবশ্য লিওঁ–ও নষ্ট করেছে। প্রথমার্ধে দুবার পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মার পরীক্ষা নিয়েছে লিওঁ।

রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় গোলে এনে দেওয়ার পর ফেদে ভালভের্দে ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোলটি পেয়েছেন মেসি। আক্রমণের উৎস তিনিই ছিলেন। লিওঁর রক্ষণসীমার সামনে থেকে বাঁ পাশে থাকা নেইমারকে পাস দেন মেসি। নেইমার পেনাল্টি বক্সে ঢুকে ডান দিকে ফিরতি পাস দেন আগুয়ান মেসিকে। মেসির বাঁ পায়ের নিচু শট ডানে ঝাপিয়েও বাঁচাতে পারেননি লোপেস। পিএসজির হয়ে নিজের ১০০তম লিগ ম্যাচে মেসিকে দিয়ে গোল করিয়ে গোল করানোর হিসাবে মেসির পাশে বসে গেলেন নেইমার। এবারের লিগে মেসি–নেইমার দুজনই অ্যাসিস্ট করেছেন সাতটি করে। তবে গোলে এগিয়ে ব্রাজিলিয়ান নেইমারই, করেছেন ৮টি গোল। অন্যদিকে মেসির গোল ৪টি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply